Advertisement

Amit Shah: 'ভারত থেকে নকশালবাদ মুছে যাবে,' ডেডলাইন দিয়ে দিলেন অমিত শাহ

রবিবার একদল প্রাক্তন নকশালদের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রাক্তন নকশালরা প্রত্যেকেই আত্মসমর্পণ করেছিলেন। বর্তমানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে নকশাল বিরোধী অভিযানে যুক্ত রয়েছেন।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2024,
  • अपडेटेड 7:09 AM IST
  • রবিবার একদল প্রাক্তন নকশালদের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • এই প্রাক্তন নকশালরা প্রত্যেকেই আত্মসমর্পণ করেছিলেন।
  • অমিত শাহ জানান, দেশের নকশালবিরোধী অভিযান শেষ পর্যায়ে রয়েছে।

রবিবার একদল প্রাক্তন নকশালদের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রাক্তন নকশালরা প্রত্যেকেই আত্মসমর্পণ করেছিলেন। বর্তমানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথভাবে নকশাল বিরোধী অভিযানে যুক্ত রয়েছেন। অমিত শাহ জানান, দেশের নকশালবিরোধী অভিযান শেষ পর্যায়ে রয়েছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যেই নকশালবাদ সম্পূর্ণ নির্মূল হবে, বলেন তিনি।

অমিত শাহর বক্তব্য
তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০২৬ সালের ৩১ মার্চের আগে দেশ নকশালমুক্ত হবে।' তিনি আরও উল্লেখ করেন যে, গত এক বছরে নিরাপত্তা বাহিনী ২৮৭ জন নকশালকে হত্যা করেছে, ১,০০০ জনকে গ্রেফতার করেছে এবং ৮৩৭ জন আত্মসমর্পণ করেছে। অমিত শাহ দাবি করেন, নকশালবাদের বিরুদ্ধে মোদী সরকারের কঠোর নীতির ফলে গত চার দশকে এই প্রথমবার নাগরিক ও নিরাপত্তা বাহিনীর প্রাণহানির সংখ্যা ১০০-র নিচে নেমে এসেছে।

পুলিশের প্রশংসা
ছত্তীসগড় পুলিশকে প্রশংসা করে তিনি বলেন, 'নকশালমুক্ত এবং মাদকমুক্ত ভারতের স্বপ্ন সফল করার ক্ষেত্রে তাঁদের প্রচেষ্টা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।' শাহ বাকি নকশালদেরও আহ্বান জানান, তারা যেন হিংসার পথ ছেড়ে মূল স্রোতে যোগ দেয় এবং উন্নয়নে অবদান রাখে।

প্রাক্তন নকশালদের সঙ্গে আলোচনা
ছত্তীসগড়ের জগদলপুরে প্রায় ৩০ জন প্রাক্তন নকশাল, যাঁরা ছত্তীসগড়, মহারাষ্ট্র, ওডিশা, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে এসেছেন, অমিত শাহর সঙ্গে দেখা করেন। শাহ বলেন, 'আমি আজ সবচেয়ে বেশি খুশি। আপনাদের আত্মসমর্পণ আমাদের প্রচেষ্টার সার্থকতা প্রমাণ করে।' তিনি আরও জানান, আত্মসমর্পণের পর তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার।

প্রাক্তন নকশালদের অভিজ্ঞতা
৩৫ বছর বয়সী জয়মতী বানজাম। একসময় তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। আত্মসমর্পণের পর তিনি জেলা রিজার্ভ গার্ড (DRG)-এ যোগ দিয়েছেন। একইভাবে, ধনঞ্জয়, যিনি নকশাল কমান্ডারদের জেলা কমিটির সদস্য ছিলেন, এখন একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কাজ করছেন এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গেও সহযোগিতা করছেন।

নকশালপন্থার সমালোচনা
ধনঞ্জয়ের অভিযোগ, নকশাল নেতারা নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে হত্যা করে এবং অর্থলিপ্সায় লিপ্ত থাকে। আরেক প্রাক্তন নকশাল ভীমাসোডি নিজের দেশবাসীকে হত্যা করার অর্থ নিয়ে প্রশ্ন তোলেন। রুশি নামে একজন প্রাক্তন যোদ্ধা জানান, এলাকায় উন্নয়নমূলক কাজের ফলে ধীরে ধীরে ইতিবাচক প্রভাব পড়েছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement