Advertisement

Arvind Kejriwal : দিল্লিতে নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে কেজরিওয়ালের বিরুদ্ধে FIR

বুধবার দিল্লিতে বিধানসভা ভোট। ঠিক তার কয়েক ঘণ্টা আগে AAP প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে FIR। হরিয়ানার শাহবাদ থানায় এই FIR দায়ের হয়েছে। কেজরিওয়াল দাবি করেছিলেন, দিল্লিকে বদনাম করতে যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা।

Arvind Kejriwal Arvind Kejriwal
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 04 Feb 2025,
  • अपडेटेड 10:25 PM IST
  • দিল্লিতে নির্বাচন শুরুর কয়েক ঘণ্টা আগে কেজরিওয়ালের বিরুদ্ধে FIR
  • FIR টি দায়ের হয়েছে হরিয়ানায়

বুধবার দিল্লিতে বিধানসভা ভোট। ঠিক তার কয়েক ঘণ্টা আগে AAP প্রধান অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে FIR। হরিয়ানার শাহবাদ থানায় এই FIR দায়ের হয়েছে। কেজরিওয়াল দাবি করেছিলেন, দিল্লিকে বদনাম করতে যমুনার জলে বিষ মেশাচ্ছে হরিয়ানা। সেই প্রেক্ষিতেই FIR। 

অ্যাডভোকেট জগমোহন মানচন্দ নামে এক ব্যক্তি একটি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে FIR করে হরিয়ানা পুলিশ। জগমোহনের আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।  কেজরিওয়ালের বিরুদ্ধে বিএনএস-এর ১৯২, ১৯৬(১), ১৯৭(১), ২৪৮(a) ও ২৯৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গত ২৭ জানুয়ারি একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যমুনার জল নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন। তিনি বলেছিলেন 'মানুষকে জল থেকে বঞ্চিত করার চেয়ে বড় পাপ আর কিছু নেই। বিজেপি জল নিয়ে নোংরা রাজনীতি করছে। তারা দিল্লির মানুষের প্রতি বঞ্চনা করছে। হরিয়ানা থেকে পাঠানো জলে বিষ মেশাচ্ছে। এই দূষিত জল এতটাই বিষাক্ত যে দিল্লিতে থাকা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সাহায্যেও তা শোধন করা যায় না। দিল্লিবাসীকে হত্যা করতে চায় বিজেপি। কিন্তু আমরা এটা হতে দেব না।' 

আরও পড়ুন

কেজরিওয়ালের এই বক্তব্য সামনে আসার পর বিতর্ক দানা বাঁধে। বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। বিষয়টিতে হস্তক্ষেপ করে নির্বাচন কমিশন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জবাব তলব করা হয় কমিশনের তরফে। কেজরিওয়াল উত্তরে জানান, তিনি জনস্বার্থে এই মন্তব্য করেছিলেন। 

বিজেপি অভিযোগ করে, ভোটে জিততে অসত্য কথা বলছেন কেজরিওয়াল এবং তাঁর দলের নেতা-নেত্রীরা। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিংহ সাইনিও বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। 

এদিকে কেজরিওয়ালের এই মন্তব্য নিয়ে মাঠে নামে আপ। দলের জাতীয় আহ্বায়ক জানান, দিল্লিতে জলের সংকট রয়েছে সেই কথা তুলে ধরতেই ওই মন্তব্য করা হয়েছিল। কাঁচা জলের পাওয়ার ক্ষেত্রে দিল্লিকে হরিয়ানার উপর নির্ভর করতে হয়। সেই জল নোংরা, এই নিয়ে কোনও সন্দেহ নেই। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement