বছরের শেষ ‘মন কি বাতে’ করোনা সংক্রমণ থেকে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বার্তা, আরও সতর্ক হতে হবে যাতে করোনাকে দূরে রেখে মানুষ ভালো থাকতে পারে।
এদিন মন কি বাত অনুষ্টানে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, ভাইরাসটি অনেক দেশে ছড়িয়ে পড়ছে। মানুষকে নিরাপদ থাকার জন্য মাস্ক পরা এবং হাত ধোয়ার মতো সতর্কতা অবলম্বন করতে হবে।
রবিবার প্রধানমন্ত্রী মোদী তার মাসিক রেডিও অনুষ্ঠানে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৮তম জন্মবার্ষিকীর কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন অটল বিহারী বাজপেয়ী প্রতিটি ক্ষেত্রে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান অর্থনীতির কথাও বলেছেন। তাঁর দাবি, ভারত দ্রুত অগ্রগতি করেছে এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে।
পাশাপাশি মোদীর বক্তব্য, বহু মানুষ ছুটিতে আছেন বা বড়দিন এবং নববর্ষের সময় ঘোরাঘুরি বা উৎসব উদযাপন করবেন। তাঁদের সকলকেই মাস্ক পরা-সহ সমস্ত কোভিডবিধি মেনে চলা উচিত।
প্রধানমন্ত্রীর কথায়, আমরা দেখছি যে বিশ্বের অনেক দেশেই কোভিডের ঘটনা বাড়ছে। আমাদের সতর্ক থাকতে হবে এবং মাস্ক পরতে হবে। কেন্দ্রীয় সরকার ভাইরাসের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করেছে। কিন্তু চিনে কোভিড নীতি তুলে নেওয়ার ফলে মহামারী ছড়িয়ে পড়েছে।
শুধু করোনাই নয়, বর্ষশেষের ‘মন কি বাতে’র অনুষ্ঠানে মোদীর মুখে উঠে আসে দেশের অর্থনৈতিক প্রগতির কথা। তিনি জানান, ২০২২ বছরটি ভারতের কাছে বহু দিক থেকেই অনুপ্রেরণামূলক। ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। যা সব দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
বড়দিনেই জন্মদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর। মোদীর অনুষ্ঠানে উঠে আসে প্রয়াত প্রধানমন্ত্রীর কথাও। তিনি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী শিক্ষা, বিদেশনীতি এবং পরিকাঠামো ক্ষেত্রে ভারতকে এক অনন্য উচ্চতা প্রদান করেছেন।
উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর আগে প্রধানমন্ত্রী মোদী, বাজপেয়ীর সমাধিস্থলে গিয়ে পুষ্প অর্পণ করেন।