
বিহারের নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে NDA। বৃহস্পতিবার নয়া সরকারের মেগা শপথগ্রহণ অনুষ্ঠান। নীতীশ কুমার ১০তম বার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করবেন। BJP-র পক্ষ থেকেই দুই উপমুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। ক্যাবিনেটে কোন দলের পক্ষ থেকে কে শপথ নেবেন, মহিলা মুখে জোর দেওয়া হবে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
দশম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে ২৬ জন মন্ত্রী শপথ নিচ্ছেন। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা।
বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার। এই নিয়ে দশবার এই কুর্সিতে বসলেন তিনি।
বাবা নীতীশ কুমারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত পুত্র নিশান্ত কুমার। বলেন, "বাবার দশমতম শপথ গ্রহণের জন্য অভিনন্দন জানাই। সমস্ত মন্ত্রী এবং অনুষ্ঠানে যোগদান করা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।"
পটনায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যাবেন গান্ধী ময়দানে। সেখানে মেহা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
পটনার গান্ধী ময়দানে পৌঁছলেন নীতীশ কুমার। ১০ম বার এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। সঙ্গে আরও ২৫ জন ক্যাবিনেট মন্ত্রীও শপথ নেবেন। মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
নীতীশ কুমার পটনার মৌর্য হোটেলে পৌঁছলেন শপথগ্রহণ অনুষ্ঠানের ঠিক আগে। সেখানে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এই হোটেল থেকেই কিছুক্ষণের মধ্যেই গান্ধী ময়দানের উদ্দেশে রওনা দেবেন তিনি। সেখানেই ১০ম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন।
নীতীশ কুমারের সরকারে যোগ দেওয়া মন্ত্রীদের নাম চূড়ান্ত করা হয়েছে। বিজেপি কোটার মন্ত্রীদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন দুই উপ-মুখ্যমন্ত্রী, সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহার নাম। দুই উপ-মুখ্যমন্ত্রী ছাড়াও, বিজেপির পক্ষ থেকে ১২ জন মন্ত্রী শপথ নেবেন। জেডিইউর থেকে সাতজন মন্ত্রী শপথ নেবেন। বিজেপি এবং জেডিইউ ছাড়াও, এলজেপির থেকে দু'জন মন্ত্রী শপথ নেবেন এবং এইচএএম এবং আরএমএলের থেকে একজন করে মন্ত্রী শপথ নেবেন।
নীতীশ কুমারের নেতৃত্বে গঠিত হতে চলা নতুন বিহার সরকারের মন্ত্রীদের নাম চূড়ান্ত হয়েছে। বিজেপি কোটা থেকে মন্ত্রী হওয়ার তালিকায় সবচেয়ে আগে রয়েছেন দুই উপ-মুখ্যমন্ত্রী—সম্রাট চৌধুরি এবং বিজয় কুমার সিং। এই দুই ডেপুটি সিএম ছাড়াও বিজেপির আরও ১২ জন বিধায়ক বা বিধানপরিষদ সদস্য শপথ নেবেন।
জেডিইউ-র তরফে ৭ জন মন্ত্রী শপথ নেবেন।
বিজেপি–জেডিইউ ছাড়াও এলজেপি থেকে ২ জন, এইচএএম থেকে ১ জন, এবং আরএমএল থেকে ১ জন মন্ত্রীত্ব পাবেন।
নীচে পুরো তালিকা—
BJP কোটা
সম্রাট চৌধুরী
বিজয় কুমার সিংহ
মঙ্গল পাণ্ডে
ডঃ দিলীপ জয়সওয়াল (এমএলসি)
নীতিন নবীন
রামকৃপাল যাদব
সঞ্জয় সিং ‘টাইগার’
অরুণ শঙ্কর প্রসাদ
সুরেন্দ্র মেহতা
নারায়ণ প্রসাদ
রমা নিষাদ
লখেন্দ্র পাশওয়ান
শ্রেয়সী সিং
প্রমোদ কুমার চন্দ্রবংশী
JDU কোটা
বিজয় কুমার চৌধুরী
শ্রবণ কুমার
বিজেন্দ্র যাদব
অশোক চৌধুরী
লেসি সিং
জমা খান
মদন সাহনি
LJP কোটা
সঞ্জয় কুমার (পাসওয়ান)
সঞ্জয় সিং
HAM কোটা
সন্তোষ কুমার সুমন
চিরাগ পাসওয়ানের দল থেকে নীতীশের মন্ত্রীসভায় দুই বিধায়ক শপথ নেবেন বলেই খবর। সঞ্জয় কুমার পাসওয়ান এবং সঞ্জয় সিং মন্ত্রী হচ্ছেন।
বিহারে এনডিএ সরকারের গঠন ও শপথগ্রহণ অনুষ্ঠানকে ঘিরে জেডিইউ-র জাতীয় মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ বলেন, এটি এক জোরাল জনমত। মানুষের এই রায়ের মর্যাদা রেখেই বিহারের জনপ্রিয় নেতা এবং পরবর্তী মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হবে। দেশের শীর্ষ ১০ রাজ্যের মধ্যে বিহারকে তুলে আনা আমাদের অঙ্গীকার। তিনি আরও বলেন, এই নির্বাচন ফল আসলে নীতীশ কুমারের কাজ ও এনডিএ জোটের স্থিতিশীলতার প্রতি মানুষের আস্থার প্রমাণ। আগামী দিনে উন্নয়ন, কর্মসংস্থান, পরিকাঠামো বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা জোরদার করাকেই তারা অগ্রাধিকার দেবে। শপথগ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, এবং নীতীশ কুমার আবার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন।
BJP-র পক্ষ থেকে ১৪ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নেবেন। তার মধ্যেই নীতীশ ক্যাবিনেটে থাকবেন বিহারের BJP সভাপতি দিলীপ জয়সওয়াল।
বিজেপি থেকে ১৪ বিধায়ক মন্ত্রীত্ব পেতে চলেছে বলেই খবর। এক্ষেত্রে সম্রাট চৌধুরী, বিজয় কুমার সিনহা হতে চলেছেন উপ মুখ্যমন্ত্রী। এছাড়া মঙ্গল পাণ্ডেয়, ডা. দিলীপ জয়সওয়াল (এম.এল.সি), নীতিন নবীন, রামকৃপাল যাদব, সঞ্জয় সিং ‘টাইগার’, অরুণ শঙ্কর প্রসাদ, সুরেন্দ্র মেহতা, নারায়ণ প্রসাদ, রমা নিষাদ, লখেন্দ্র পাসওয়ান, সুশ্রী শ্রেয়সী সিং, ডা. প্রমোদ কুমার চন্দ্রবংশী (এম.এল.সি)
পটনার গান্ধী ময়দানে বিরাট মঞ্চ তৈরি করা হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও রওনা দিলেন পটনার উদ্দেশ্যে। একটু পরেই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। নীতীশ কুমারে দশমবার মুখ্যমন্ত্রী পদে শপথে থাকছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ।
সূত্রের খবর, বিহার বিধানসভার অধ্যক্ষ হতে চলেছেন প্রেম কুমার। যদিও এখনও আনুষ্ঠানিক সিলমোহর পড়েনি।
নীতীশ কুমারের পার্টি জেডিইউ থেকে মন্ত্রী হচ্ছেন, বিজয় কুার চৌধুরি, শ্রবণ কুমার, বিজেন্দ্র যাদব, অশোক চৌধুরি, লেসি সিং, জমা খান ও মদন সাহানি। নীতীশ কুমার শপথ নেবেন ঠিক বেলা সাড়ে ১১টায়।
এদিকে, প্রথমে উপেন্দ্র কুশওয়াহার দল থেকে তাঁর স্ত্রী স্নেহলতা কুশওয়াহার নাম মন্ত্রী হিসেবে উঠে আসছিল। উপেন্দ্র কুশহওয়াকে আসন সমঝোতার সময়ে BJP একটি MLC আসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। উপেন্দ্র কুশওয়াহা এখন নিজের ছেলে দীপক প্রকাশের নাম প্রস্তাব করেছেন তাঁর স্ত্রীর বদলে।
বিহারের নয়া সরকারে নীতীশ কুমারের ক্যাবিনেটে BJP-র ১৪ জন বিধায়ক সামিল হতে চলেছেন। শপথ নেবেন সম্রাট চৌধুরী, বিজয় কুমার সিনহা, মঙ্গল পাণ্ডে এবং নীতিন নবীন। BJP-র মহিলা বিধায়ক শ্রেয়সী সিং এবং রমা নিষাদও মন্ত্রী হিসেবে শপথ নেবেন।
নীতীশ কুমারের ক্যাবিনেটে চিরাগ পাসওয়ানের দল লোক জনশক্তি পার্টি (রামবিলাস) নেতা রাজু তিওয়ারি মন্ত্রিত্ব পেতে চলেছেন।
নীতীশ কুমারের ক্যাবিনেটে BJP-র পক্ষ থেকেই থাকবেন দুই উপমুখ্যমন্ত্রী। সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহাই উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। তাঁদের নামেই পড়েছে সিলমোহর, সূত্র মারফত খবর এমনটাই। BJP-র মঙ্গল পাণ্ডে, নীতিন নবীন, রেনু দেবী, সঞ্জয় সরাবগী, রমা নিষাদ এবং কৃষ্ণ কুমার ঋষিও ক্যাবিনেটে থাকছেন বলে খবর।