Advertisement

Lakshmir Bhandar: মহিলারা প্রতিমাসে পাবেন ২১০০ টাকা, 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর মতো বড় স্কিম ঘোষণা BJP-র

পশ্চিমবঙ্গে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে প্রতিমাসে ৫০০ টাকা করে দেওয়া হত। চলতি বছরে তা বেড়ে হয়েছে ১ হাজার টাকা। তফশিলি জাতি ও উপজাতি পরিবারের মহিলারা পান মাসে ১ হাজার ২০০ টাকা করে। 

হরিয়ানা বিধানসভা ভোট
Aajtak Bangla
  • চণ্ডীগড়,
  • 19 Sep 2024,
  • अपडेटेड 1:58 PM IST
  • হরিয়ানাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতো স্কিমের ঘোষণা
  • বিধানসভা ভোটের সঙ্কল্প পত্র প্রকাশ করল বিজেপি
  • হরিয়ানাতে মহিলারা প্রতিমাসে টাকা পাবেন

সামনেই হরিয়ানায় বিধানসভা নির্বাচন (Haryana Assembly Election 2024)। নির্বাচনের ইশতেহারে বড় ঘোষণা করল বিজেপি। পশ্চিমবঙ্গের ধাঁচে এবার 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর (Lakshmir Bhandar) মতো স্কিমের ঘোষণা বিজেপি-রও। হরিয়ানায় মহিলাদের জন্য প্রতিমাসে ২১০০ টাকা করে ঘোষণা করল বিজেপি। অর্থাত্‍ ক্ষমতায় এলে হরিয়ানার মহিলারা প্রতিমাসে ২ হাজার ১০০ টাকা করে পাবেন। বিজেপি-র এই স্কিমের নাম রাখা হয়েছে 'লাডো লক্ষ্মী যোজনা'।

হরিয়ানায় বিজেপি-র সঙ্কল্পপত্রে মোট ২০টি প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে। প্রতিশ্রুতিতে প্রথমেই রাখা হয়েছে মহিলাদের প্রতিমাসে ২ হাজার ১০০ টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের নাম লাডো লক্ষ্মী যোজনা। পশ্চিমবঙ্গে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে প্রতিমাসে ৫০০ টাকা করে দেওয়া হত। চলতি বছরে তা বেড়ে হয়েছে ১ হাজার টাকা। তফশিলি জাতি ও উপজাতি পরিবারের মহিলারা পান মাসে ১ হাজার ২০০ টাকা করে। 

এক নজরে দেখে নেওয়া যাক হরিয়ানা সঙ্কল্প পত্রে ঠিক কী কী প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি।

 ১. লাডো লক্ষ্মী যোজনার অধীনে মহিলাদের প্রতি মাসে 2100 টাকা দেওয়া হবে৷

২. IMT খারখোদার আদলে ১০টি শিল্প শহর তৈরি করা হবে। প্রতিটি শহরে ৫০ হাজার স্থানীয় যুবককে চাকরি দিতে উদ্যোক্তাদের বিশেষ উত্‍সাহ দেওয়া হবে।

৩. চিরায়ু-আয়ুষ্মান যোজনার অধীনে, প্রতিটি পরিবার ১০ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সা পাবে এবং ৭০ বছরের বেশি বয়সী পরিবারের প্রতিটি প্রবীণ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিত্সা পাবেন৷

৪. ন্যূনতম সমর্থন মূল্যে (MSP) ২৪টি ফসল ক্রয়।

৫. দুই লাখ যুবককে 'কোন প্রকার স্লিপ ছাড়াই এবং কোনো খরচ ছাড়াই' সরকারি চাকরির নিশ্চয়তা।

Advertisement

৬. পাঁচ লক্ষ যুবকের জন্য অন্যান্য কর্মসংস্থানের সুযোগ এবং জাতীয় শিক্ষানবীশ প্রচার প্রকল্প থেকে মাসিক উপবৃত্তি।

৭. শহর ও গ্রামাঞ্চলে ৫ লাখ বাড়ি।

৮. সরকারি হাসপাতালে ডায়ালিসিস এবং সব হাসপাতালে বিনামূল্যে রোগ নির্ণয়।

৯. প্রতিটি জেলায় অলিম্পিক গেমসের নার্সারি।

১০. হার ঘর গৃহিণী যোজনার অধীনে 500 টাকায় সিলিন্ডার।

১১. আউয়াল বালিকা যোজনার অধীনে, গ্রামীণ এলাকায় কলেজে যাওয়া প্রতিটি মেয়েকে একটি স্কুটার দেওয়া হবে।

১২. প্রত্যেক হরিয়ানভি অগ্নিবীরকে সরকারি চাকরির গ্যারান্টি।

১৩. KMP এর অরবিটাল রেল করিডোর নির্মাণ এবং ভারত সরকারের সহযোগিতায় নতুন বন্দে ভারত ট্রেন চালু করা।

১৪. ভারত সরকারের সহযোগিতায় ফরিদাবাদ এবং গুরুগ্রামের মধ্যে অনেক দ্রুত রেল পরিষেবা এবং ইন্টারসিটি এক্সপ্রেস মেট্রো পরিষেবা চালু করা।

১৫. ক্ষুদ্র অনগ্রসর জাতি (36 সম্প্রদায়) জন্য পর্যাপ্ত বাজেট সহ পৃথক কল্যাণ বোর্ড।

১৬. ডিএ এবং পেনশন লিঙ্ক করার বৈজ্ঞানিক সূত্রের উপর ভিত্তি করে সমস্ত সামাজিক মাসিক পেনশন বৃদ্ধি করা হবে।

১৭. ভারতের যেকোনো সরকারি কলেজ থেকে মেডিসিন এবং ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত ওবিসি এবং এসসি বর্ণের হরিয়ানা শিক্ষার্থীদের সম্পূর্ণ বৃত্তি।

১৮. হরিয়ানা রাজ্য সরকার মুদ্রা যোজনা ছাড়াও সমস্ত OBC শ্রেণীর উদ্যোক্তাদের জন্য 25 লক্ষ টাকা পর্যন্ত ঋণের গ্যারান্টি দেবে৷

১৯. হরিয়ানাকে বৈশ্বিক শিক্ষার কেন্দ্র করে আধুনিক দক্ষতার প্রশিক্ষণ প্রদান করা হবে।

২০. দক্ষিণ হরিয়ানার একটি আন্তর্জাতিক স্তরের আরাবল্লী জঙ্গল সাফারি পার্ক।

সঙ্কল্প পত্র প্রকাশ করে মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেন, 'আমাদের সরকার ৫ বছর আগে করা প্রতিশ্রুতি পূরণ করেছে। 2014 সালে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আমরা পূরণ করেছি। আমরা ১৮টি প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং আমরা গর্ব করে বলতে পারি যে আমরা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছি। আমরা আমাদের ইশতেহার পূরণ করেছি বলেই জনগণ আমাদের ওপর আস্থা রেখেছে। অন্য দলগুলো এমন প্রতিশ্রুতি দেয় যা বাস্তবসম্মত নয় এবং কখনও পূরণ করা যায় না।'

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement