Advertisement

BJP Leader Kills Wife: প্রেমিকার উস্কানিতে চক্রান্ত করে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার BJP নেতা

রাজস্থানের আজমেঢ়ের BJP নেতা রোহিত সাইনির বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ। প্রেমিকার উস্কানির কারণেই তিনি স্ত্রীকে খুন করেছেন বলে অভিযোগ। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি হত্যা এবং ষড়যন্ত্রের চক্রান্তের কথা স্বীকারও করেছেন বলে খবর।

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • আজমেঢ়,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 12:07 PM IST
  • প্রেমিকার উস্কানিতে স্ত্রীকে খুনের অভিযোগ
  • ডাকাতির ষড়যন্ত্র ফেঁদে মিথ্যা বলেন রোহিত সাইনি
  • অবশেষে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি

প্রেমিকার উস্কানিতে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল BJP নেতার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের আজমেঢ়ে। রোহিত সাইনি নামে ওই BJP নেতা নিজের বাড়িতেই ভুয়ো ডাকাতি করান। সেই ডাকাতির আড়ালেই হত্যা করা হয় তাঁর স্ত্রী সঞ্জুকে। ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য একাধিক ছক কষেছিলেন তিনি। তবে শেষরক্ষা হল না। হাতেনাতে ধরা পড়ে গেলেন। ফাঁস হল BJP নেতার সব চাল। 

আজমেঢ়ের অতিরিক্ত পুলিশ সুপার  (গ্রামীণ) দীপক কুমার জানিয়েছেন, রোহিত সাইনি এবং তাঁর বান্ধবী রিতুকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। 

ঘটনার সূত্রপাত গত ১০ অগাস্ট। রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যু হয় ধৃত BJP নেতার স্ত্রী সঞ্জুর। রোহিত সাইনি প্রথমে দাবি করেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁর বাড়িতে ঢুকে ডাকাতি করে স্ত্রীকে খুন করে। একইসঙ্গে চুরি করে নিয়ে যায় অনেক মূল্যবান জিনিসপত্র। তবে তদন্তে নেমে পুলিশের সন্দেহ বাড়ে রোহিতের উপর। তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে। অবশেষে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে রোহিত সাইনি নিজের দোষ স্বীকার করেন। তিনিই যে স্ত্রীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিলেন, তা কবুল করেন নিজেই। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোহিত স্বীকার করেছে প্রেমিকার উস্কানিতেই তিনি স্ত্রীকে খুন করেছেন। তদন্তে জানা গিয়েছে, রোহিত এবং ঋতু দীর্ঘদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন। তাঁদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল সঞ্জু। রিতুর উস্কানিতেই স্ত্রীকে হত্যার চক্রান্ত করেন রোহিত। ডাকাতি হিসেবে দেখিয়ে স্ত্রীকে খুনের পারফেক্ট প্ল্যানিং করেছিলেন BJP নেতা। কিন্তু শেষ পর্যন্ত পর্দাফাঁস হয় তাঁর। 

 

Read more!
Advertisement
Advertisement