Advertisement

Lok Sabha E Cigarette: লোকসভায় কোন TMC MP সিগারেট খাচ্ছিলেন? অনুরাগের অভিযোগে তুমুল হইচই

লোকসভার অন্দরে বসে, সংসদের অধিবেশন চলাকালীনই এক তৃণমূল সাংসদ লাগাতার ই-সিগারেট সেবন করে চলেছেন। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন অনুরাগ ঠাকুর। স্পিকার ওম বিড়লার কাছে তাঁর প্রশ্ন, লোকসভার অন্দরে ধূমপান করার অনুমতি দিয়েছেন কি না?

অনুরাগ ঠাকুরের বিস্ফোরক অভিযোগ অনুরাগ ঠাকুরের বিস্ফোরক অভিযোগ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Dec 2025,
  • अपडेटेड 1:03 PM IST
  • সংসদের অধিবেশন চলাকালীনই এক তৃণমূল সাংসদ ধূমপান করছেন
  • অভিযোগ তুললেন BJP সাংসদ অনুরাগ ঠাকুর
  • স্পিকার ওম বিড়লা কী বললেন?

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে সংসদের শীতকালীন অধিবেশন। বৃহস্পতিবার লোকসভায় উত্তেজনা ছড়াল ধূমপান করা নিয়ে। অধিবেশন চলাকালীন, লোকসভার অন্দরে বসে তৃণমূলের এক সাংসদ ই-সিগারেটে সুখটান দিচ্ছিলেন বলে অভিযোগ তুললেন BJP সাংসদ অনুরাগ ঠাকুর। যা ঘিরে শোরগোল পড়ে যায়। 

তৃণমূল সাংসদের নাম না করেই অনুরাগ ঠাকুর এদিন অভিযোগ করেন, লোকসভার অন্দরে বসেই লাগাতার ই-সিগারেট সেবন করা হচ্ছে। স্পিকার ওম বিড়লাকে এই বিষয়ে অবগত করে তিনি জানতে চান, এতে নিয়ম লঙ্ঘন হচ্ছে কি না। তিনি বলেন, 'সংসদে সকলকে অবগত করতে চাইছি, আমাদের দেশে ই-সিগারেট নিষিদ্ধ। তবে স্পিকার স্যরের কাছে আমার প্রশ্ন, আপনি কি সংসদের অন্দরে ই-সিগারেট সেবনের অনুমতি দিয়েছেন? দিনের পর দিন তৃণমূলের এক সাংসদ সংসদে বসেই ই-সিগারেট খেয়ে চলেছেন।'

কড়া জবাব দিয়েছেন ওম বিড়লাও। তিনি বলেন, 'এমন কোনও আইন নেই যেখানে কোনও সাংসদকে সংসদের অন্দরে ধূমপান করার অনুমতি দেয়। যদি সত্যিই এমনটা হয়ে থাকে, আমার নজরে পড়ে তাহলে আমি যথাযথ ব্যবস্থা নেব।' তবে কোন সাংসদের দিকে অনুরাগ ঠাকুর ইঙ্গিত করেছেন তা অবশ্য জানা যায়নি। ফলে তৃণমূলের কোন সাংসদ লোকসভার অন্দরে ই-সিগারেট খেয়েছেন, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। 

উল্লেখ্য, দেশজুড়ে ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে ই-সিগারেট। ইলেকট্রনিক সিগারেট প্রহিবিশন অ্যাক্ট ২০১৯-এর আওতায় এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। ই-সিগারেটের উৎপাদন, বিক্রি, আমদানি-রফতানি এবং বিজ্ঞাপন করা এ দেশে বেআইনি। এমনটা কেউ করলে তার জেল এবং জরিমানা হতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement