Advertisement

শুধু ১ বছরেই BJP-র প্রাপ্ত অনুদান ৭৮৫ কোটি টাকা! TMC-র মাত্র ৮ কোটি

২০১৯-২০ সালে কোন রাজনৈতিক দল কতটাকা অনুদান পেয়েছে তার পরিসংখ্যন সামনে এল। গত ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশনের কাছে এই রিপোর্ট জমা দেয় বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল।

বিজেপি বিজেপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jun 2021,
  • अपडेटेड 8:28 PM IST
  • ২০১৯-২০ সালে কোন রাজনৈতিক দল কতটাকা অনুদান পেয়েছে তার পরিসংখ্যন সামনে এল
  • সবথেকে বেশি অনুদান পেয়েছে বিজেপি
  • দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস

২০১৯-২০ সালে কোন রাজনৈতিক দল কতটাকা অনুদান পেয়েছে তার পরিসংখ্যন সামনে এল। গত ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশনের কাছে এই রিপোর্ট জমা দেয় বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেই রিপোর্টই সামনে এসেছে। 

সেখানে জানা গিয়েছে, ২০১৯-২০ সালে সবথেকে বেশি অনুদান পেয়েছে ,বিজেপি। অঙ্কটা হল ৭৮৫ কোটি টাকা। কংগ্রেসের থেকেও ৫ গুণ বেশি অর্থ অনুদান পেয়েছে গেরুয়া শিবির। কংগ্রেস সংগ্রহ করতে পেরেছে ১৩৯ কোটি টাকা। অনুদান সংগ্রহের নিরিখে মোদীর দলের পরই কংগ্রেস। 

কমিশনকে জমা দেওয়া বিজেপির রিপোর্ট

জানা গিয়েছে, বিভিন্ন শিল্পপতি, রাজনীতিবিদ বিজেপি-কে কোটি কোটি টাকা অনুদান দিয়ে সাহায্য করেছেন। তালিকায় রয়েছেন পীযূষ গোয়েল, প্রেমা কুণ্ডু, কিরণ খের, রমণ সিংয়ের মতো নেতা। এছাড়াও আইটিসি, কল্যাণ জুয়েলারি, অম্বুজা সিমেন্ট, লোধা ডেভলপার্সের মতো ব্যবসায়ীরা গেরুয়া শিবিরকে অনুদান দিয়েছে। 

আরও পড়ুন

অনুদান সংগ্রহের নিরিখে .দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তাদের প্রাপ্ত অনুদান, ১৩৯ কোটি টাকা। তৃণমূল কংগ্রেস ওই সময়কালে সংগ্রহ করেছে মাত্র ৮ কোটি টাকা। সিপিআই পেয়েছে ১.৩ কোটি টাকা ও সিপিআইএম ১৯.৭ কোটি টাকা। 

জানা গিয়েছে, যারা ২০০ হাজারের বেশি অনুদান দিয়েছেন, তাঁদের নামই শুধুমাত্র নথিভুক্ত রয়েছে।  

 
Read more!
Advertisement
Advertisement