দেশজুড়ে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব একটু হলেও কমেছে। কিন্তু মহামারি থেকে নিস্তারের কোনও আশার আলো এখনও দেখা যাচ্ছে না। এবার হাজির ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)। ইতিমধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus)-কে মহামারি ঘোষণা করে দিয়েছে কেন্দ্র।গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২ লক্ষ ৭৬ হাজার ৭০ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের।
আরও পড়ুন: Black Fungus-কে মহামারি ঘোষণা কেন্দ্রের, সামলাতে গাইডলাইন রাজ্যের
করোনা সুস্থ হয়ে ওঠার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৬৯ হাজার ৭৭ জন করোনা থেকে সুস্থ হয়েছেন, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। রিকভারি রেট ৮৬ শতাংশের বেশি।
এহেন অতিমারির মধ্যেই চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ। ইতিমধ্যেই ভারতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণ ৭ হাজার ২৫০ জনের। করোনা আক্রান্ত রোগীর ব্ল্যাক ফাঙ্গাস হয়ে মৃত্যু হয়েছে ২১৯ জনের।
কোন রাজ্যে কতজন ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত?
মহারাষ্ট্র: এই রাজ্যে সবচেয়ে বেশি ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের সংখ্যা। ৯০ জনের মৃত্যু হয়েছে।
গুজরাত: কম করে ১ হাজার ১৬৩ জন ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত। ৬১ জনের মৃত্যু হয়েছে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হয়ে।
মধ্যপ্রদেশ: এই রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের সংখ্যা ৫৭৫। মৃত্যু হয়েছে ৩১ জনের।
হরিয়ানা: হরিয়ানায় ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত ২৬৮ জন। এই মারণ ছত্রাকে মৃত্যু হয়েছে ৮ জনের।
দিল্লি: ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত বাড়ছে রাজধানীতেও। ২০৩ জন আক্রান্ত। একজনের মৃত্যু হয়েছে।
উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশে ১৬৯ জন ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে।
বিহার: বিহারে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ১০৩। ২ জনের মৃত্যু হয়েছে।
ছত্তীসগড়: এই রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের সংখ্যা ১০১। একজনের মৃত্যু হয়েছে।
এছাড়াও তেলঙ্গানা ও কর্নাটকেও যথাক্রমে ৯৭ ও ৯০ জন ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত। তেলঙ্গানায় ১০ জনের মৃত্যু হয়েছে।