দিল্লির মঙ্গলপুরী এলাকায় এক যুবতীকে গালিগালাজ ও জোর করে তোলা হল ট্যাক্সিতে। যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ১৭ সেকেন্ডের ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে এবং নেটিজেনরা জাতীয় রাজধানীতে মহিলাদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে।
দিল্লি আউটার ডিস্ট্রিক্ট ডিসিপি, যিনি ভিডিওটি দেখেছেন এবং তদন্ত শুরু করেছেন, তিনি বলেছেন, “গত রাত থেকে ভিডিওটির বিষয়ে তদন্ত চলছে। ক্যাবের মালিক গুরুগ্রামে থাকেন এবং পুলিশের একটি দল তার সঙ্গে কথা বলবে।”
শীর্ষ পুলিশ আধিকারিক বলেছেন, “তদন্তের সময় দেখা গেছে যে শনিবার গভীর রাতে ১১:৩০ নাগাদ গুরুগ্রামের ইফকো চকে ক্যাবটিকে শেষ দেখা হয়েছিল। আমাদের দল এলাকা থেকে সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে।”
তিনি বলেন, গাড়ি ও চালককে সনাক্ত করা হয়েছে। “গাড়িটি রোহিণী থেকে বিকাশপুরীর জন্য উবারের মাধ্যমে বুক করা হয়েছিল। দুটি ছেলে ও এক মেয়ে ওই গাড়িতে যাতায়াত করছিল। পথে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছেলে মেয়েটিকে জোর করে ক্যাবের ভেতরে ঠেলে দিচ্ছে। ঝগড়ার পর মেয়েটি সরে যেতে চাইলে এটি ঘটে। আরও তদন্ত চলছে,” শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেছেন।
পুলিশ ভিডিওতে দেখা দুটি ছেলে এবং একটি মেয়ের অবস্থান জানতে চালকের কাছে পৌঁছানোর চেষ্টা করছে, যিনি গতকাল রাতে ক্যাব চালাচ্ছিলেন।