Advertisement

বড় মেয়ের নাম রেখেছেন শাহরুখ, পরিবারের সঙ্গে ৩০ বছরের সম্পর্ক : স্মৃতি

স্মৃতি ইরানিকে পাঠান ফিল্ম এবং বয়কট গ্যাং সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষ সম্ভবত জানেন না যে শাহরুখ খান তাঁর বড় মেয়ের নাম রেখেছেন। তাঁর স্বামী এবং শাহরুখের মধ্যে ৩০ বছরের বন্ধুত্ব। তাই যা বলা হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়। শিল্পী আজও সম্মান করা হয়। বিশেষ কোনও ব্যক্তি সম্পর্কে মন্তব্য করা ঠিক হবে না।

স্মৃতি ইরানি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 06 Feb 2023,
  • अपडेटेड 8:52 PM IST
  • বাজেট আজতকে অংশ নিলেন স্মৃতি ইরানি
  • প্রশংসা করলেন বাজেটের
  • শাহরুখ খানের সঙ্গে পরিবারের সম্পর্ক নিয়েও মুখ খুললেন

দেশ কীভাবে এগিয়ে যেতে পারে, এই বাজেটে তার আভাস পাওয়া যাচ্ছে, বাজেট আজতক অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, পরিকাঠামো খাতে ১০ লক্ষ কোটি টাকার প্রস্তাব প্রমাণ করছে যে, এই বাজেট ভবিষ্যতের বাজেট। পরিকাঠামোর আওতায় যখন সড়ক ও বিমানবন্দর নির্মিত হবে, তখন তা শুধু আজকের নয়, ১০-১৫ বছর পরেও দেশের অগ্রগতিতে সহায়ক হবে। এছাড়া অনুষ্ঠানে শাহরুখ খানের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক নিয়েও মুখ খোলেন কেন্দ্রীয় মন্ত্রী।

মেয়ের নাম রেখেছেন শাহরুখ
স্মৃতি ইরানিকে পাঠান ফিল্ম এবং বয়কট গ্যাং সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, মানুষ সম্ভবত জানেন না যে শাহরুখ খান তাঁর বড় মেয়ের নাম রেখেছেন। তাঁর স্বামী এবং শাহরুখের মধ্যে ৩০ বছরের বন্ধুত্ব। তাই যা বলা হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়। শিল্পী আজও সম্মান করা হয়। বিশেষ কোনও ব্যক্তি সম্পর্কে মন্তব্য করা ঠিক হবে না।

সীমা মধ্যে থেকে প্রতিবাদ
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, স্বাধীনতা নিয়ে কোনও পক্ষপাতিত্ব করা উচিত নয়। কার কিছু ভাল না লাগলে সীমার মধ্যে থেকেই প্রতিবাদ করা উচিত। স্মৃতি ইরানি বলেন, কংগ্রেসে এমন নেতা রয়েছেন, যাঁরা মহিলাদের সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন, আর রাহুল এবং সোনিয়াজি তাঁদেরই হয়েই প্রচার করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বর্তমানে দর্শকদের কাছে একাধিক চয়েস রয়েছে। তাঁরা মাল্টিপ্লেক্সের চেয়েও কম সময়ে OTT-তে জিনিস দেখতে পারেন। তাই কন্টেন্ট ভাল হলে মানুষ অবশ্যই দেখতে আসবেন। সেক্ষেত্রে কোনও ছবির ব্যর্থতা শুধুমাত্র বয়কট গ্যাং-এর সঙ্গে যুক্ত করা উচিত নয়।

মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক সম্পর্কে স্মৃতি ইরানি বলেন, দেশে ১৪ লক্ষ অঙ্গনওয়াড়ি রয়েছে। এর মধ্যে ১০ লক্ষের বেশি ডিজিটাল সিস্টেমে যুক্ত হয়েছে। সব ধরনের ডাটা সহজলভ্য হচ্ছে। মৌলিক পরিকাঠামো প্রস্তুত করা হয়েছে এবং এখন সেটি এগিয়ে নিয়ে যাওয়া দরকার।

Advertisement

বিনামূল্যে রেশন প্রকল্পের সুবিধা
বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প সম্পর্কে তিনি বলেন, এটি থেকে দুই ধরণের সুবিধা রয়েছে। প্রথমত, দরিদ্রদের কাছে খাদ্যশস্য পৌঁছালে এটা প্রমাণ হবে যে সরকার এমএসপির অধীনে এই সুবিধা দিচ্ছে। আর দ্বিতীয়ত, যাঁরা বিনামূল্যে খাদ্যশস্য পাবেন, তাঁরা সেই টাকা অন্য কোথাও ব্যয় করতে পারবেন। এতে অর্থনীতি আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন - Valentine week-এর শুরুতেই কুম্ভে প্রবেশ বুধের, অর্থ ও পদোন্নতি হবে ৪ রাশির

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement