Advertisement

India Corona : ফের Corona সংক্রমিত ৩ লাখেরও বেশি, বাড়ছে উদ্বেগ

India Corona : স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লাখ ৪৩ হাজার ৪৯৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২২,৪৯,৩৩৫ জন। শতাংশের হিসেবে ৫.৬৯%। সুস্থতার হার ৯৩.০৭%।

ভারতে করোনা ভারতে করোনা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Jan 2022,
  • अपडेटेड 10:08 AM IST
  • দেশে গত ঘণ্টায় করোনা আক্রান্ত ৩.০৬ লাখ জন
  • মৃত্যু হয়েছে ৪৩৯ জনের
  • গত ২৪ ঘণ্টায় দেশে ২ লাখ ৪৩ হাজার ৪৯৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন


দেশে গত ঘণ্টায় করোনা আক্রান্ত ৩.০৬ লাখ জন। মৃত্যু হয়েছে ৪৩৯ জনের। এই নিয়ে গত কয়েকদিন ধরে দেশে সংক্রমিতের সংখ্যা ৩ লাখের বেশি ছাড়াল। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় প্রায় ২৭ হাজার কম। গতকাল সংক্রমিতের সংখ্যা ছিল ৩ লাখ ৩৩ হাজার জন।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লাখ ৪৩ হাজার ৪৯৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। দেশে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২২,৪৯,৩৩৫ জন। শতাংশের হিসেবে ৫.৬৯%। সুস্থতার হার ৯৩.০৭%। 

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে কর্ণাটকে। সেখানে সংক্রমিত হয়েছেন ৫০,২১০ জন। এর আগে ৫ মে, ২০২১-এ ওই রাজ্যে ৫০,১১২ জন আক্রান্ত হয়েছিলেন। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২২, ৮৪২ জন। বর্তমানে সক্রিয় মামলার সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৭৯৬ জন।

মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৮০৫ জন। মৃত্যু হয়েছে ৪৪ জনের। সেই রাজ্যে এখন সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ৯৩ হাজার ৩০৫ জন। 


 

Read more!
Advertisement
Advertisement