সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান এবং শিল্পপতি সাইরাস মিস্ত্রির। মুম্বইয়ের কাছে পালঘরে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর মিস্ত্রিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার পালঘরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে মিস্ত্রির গাড়ি।
বিকাল ৩টে ১৫ মিনিটে মার্সিডিজ গাড়িতে আমদাবাদ থেকে মুম্বই যাচ্ছিলেন সাইরাস মিস্ত্রি। চারোতি সেতুর কাছে তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ির চালক-সহ মিস্ত্রির সঙ্গে থাকা আরও দুজন আহত হন। আহতদের গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বলে রাখি, ২০১২ সালে রতন টাটার পদত্যাগের পরে টাটা সন্সের চেয়ারম্যান হয়েছিলেন সাইরাস মিস্ত্রি। তবে ৪ বছরের মধ্যেই তাঁকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
৫৪ বছরের সাইরাস মিস্ত্রি ছিলেন পালোনজি শাপুরজি মিস্ত্রির ছেলে। সবচেয়ে সফল শিল্পপতিদের মধ্যে তিনি অন্যতম।সাইরাস মিস্ত্রি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। পড়াশুনো করেছেন লন্ডন বিজনেস স্কুলে। ১৯৯১ সালে সাইরাস পরিবারিক ব্যবসা পালোনজি গোষ্ঠীতে যোগ দেন।
২০০৬ সালে টাটা সন্স বোর্ড থেকে অবসর নেন পালোনজি মিস্ত্রি। টাটা বোর্ডে যোগ দেন সাইরাস। তার ৬ বছর পর ২০১২ সালে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান রতন টাটা। ওই পদে বসেন সাইরাস। টাটা সন্সের সবচেয়ে বেশি শেয়ারও ছিল তাঁর হাতে। ২০১৬ পর্যন্ত চেয়ারম্যান ছিলেন সাইরাস। সেই বছরে টাটা সন্স বোর্ড তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দায়িত্ব দেয় নটরাজন চন্দ্রশেখরনকে।
আরও পড়ুন- বোনাসের পর এই সরকারি সংস্থার ১ শেয়ার হয়েছে ১২, কোটিপতি বিনিয়োগকারীরা