Advertisement

Arvind Kejriwal: 'ছেলে কি এতটাই বড় হয়ে গেছে যে, মা-কে চোখ রাঙাচ্ছে?' BJP-কে নিশানা করে ভাগবত-কে ৫ প্রশ্ন কেজরিওয়ালের

যন্তর মন্তরে 'জনতা কী আদালত' অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপি ও আরএসএস-কে একযোগে আক্রমণ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের।

arvind kejariwal
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 22 Sep 2024,
  • अपडेटेड 3:16 PM IST
  • বিজেপি ও আরএসএস-কে একযোগে আক্রমণ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের
  • মোহন ভাগবতের কাছে ৫ প্রশ্ন রাখলেন কেজরিওয়াল

যন্তর মন্তরে 'জনতা কী আদালত' অনুষ্ঠানের মঞ্চ থেকে বিজেপি ও আরএসএস-কে একযোগে আক্রমণ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, '৪ এপ্রিল, ২০১১। সেদিন থেকে দিল্লিতে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন আন্না হাজারে। তারপর আমরা ক্ষমতায় আসি। সততার সঙ্গে সরকার চালাচ্ছিলাম। জনগণকে বিনামূল্যে বিদ্যুৎ,জল দিয়েছি। মহিলাদের উন্নয়নে কাজ করেছি। কিন্তু এত কাজ করার পর নরেন্দ্র মোদী মনে করতে শুরু করেন, আমাদের ক্ষমতা থেকে সরাতে হবে। তাই আম আদমি পার্টির নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে মিথ্যে  মামলা দেন। জেলে পাঠান।' 

সভা থেকে অরবিন্দ কেজরিওয়ালও ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সম্পর্কের সমালোচনা করেছেন। কেজরিওয়াল বলেন, 'আরএসএস হল বিজেপির মায়ের মতো। কিন্তু আজ বিজেপি তার মা-কে চোখ রাঙাচ্ছে।' প্রসঙ্গত, এর আগে জেপি নাড্ডা বলেছিলেন, 'বিজেপির আরএসএস-কে দরকার নেই।' সেই মন্তব্যকে হাতিয়ার করেই এই কথা বলেন কেজরিওয়াল। নাড্ডার এই মন্তব্য় এক সময় আলোড়ন ফেলে দিয়েছিল। তাকেই এদিন হাতিয়ার করেন কেজরিওয়াল। 

এই সভা থেকে কেজরিওয়াল RSS প্রধান মোহন ভাগবতের সামনে পাঁচটি প্রশ্ন রাখেন। সেগুলো হল-  

১. রাজনীতি কি গণতন্ত্রের জন্য বিপজ্জনক? 

কেজরিওয়ালের জিজ্ঞাসা, 'প্রধানমন্ত্রী মোদী বিরোধী দলগুলির নেতাদের নামে মিথ্যে মামলা দিচ্ছেন।  ED ও CBI দিয়ে নেতাদের শায়েস্তা করার চেষ্টা করা হচ্ছে। এর কী পরিণতি? এতে কি দেশের ভালো হচ্ছে?' 

২. দুর্নীতিবাজ নেতাদের বিজেপিতে অন্তর্ভুক্ত করা নিয়ে প্রশ্ন: কেজরিওয়ালের  অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী তাঁর দলে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতাদের অন্তর্ভুক্ত করেছেন। বলেন, 'মোদী এবং অমিত শাহ যাঁদের প্রথমদিকে দুর্নীতিবাজ বলতেন, এখন তাঁদেরই দলে নিয়েছেন। আরএসএসও কি এই ধরনের রাজনীতির সঙ্গে একমত?' 

Advertisement

৩. বিজেপির নৈতিক দায়িত্ব: আরএসএস প্রধানকে কেজরিওয়ালের প্রশ্ন,  'আপনি কি কখনও মোদীজিকে ভুল পথে না চলার পরামর্শ দিয়েছেন?'

৪. জেপি নাড্ডার প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন: কেজরিওয়ালের প্রশ্ন,'আরএসএস হল বিজেপির মায়ের মতো। আপনার নিজের ছেলে এই কথা বললে আপনি কি ব্যথা পান না? আরএসএস কর্মীরা কি কষ্ট পাচ্ছেন না?' 

৫. ৭৫ বছর বয়সে অবসরের নিয়ম নিয়ে প্রশ্ন: আরএসএস এবং বিজেপির ৭৫ বছরের অবসরের নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন অরবিন্দ কেজরিওয়াল। বলেন, 'এই নিয়মের অধীনে এলকে আদবানি এবং মুরলি মনোহর যোশীর মতো সিনিয়র নেতারা অবসর গ্রহণ করেছিলেন। এই নিয়ম কি মোদীজির জন্য প্রযোজ্য হবে? 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement