পঞ্চম শ্রেণির পড়ুয়া এক ছাত্রী প্রথমে কাঁচির আঘাত (Teacher Attacks Class 5 Girl With Scissors), পরে স্কুলের দোতলা থেকে নীচে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ দিল্লি পুরসভার স্কুলের এক শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছে ওই ছাত্রী। অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সূত্রপাত, শিক্ষকদের মধ্যে বিবাদ। সেই ক্ষোভের বশবর্তী হয়ে তাদের মধ্যে একজন বন্দনা নামে ওই খুদে পড়ুয়াকে কাঁচি দিয়ে আঘাত করে এবং দোতলা থেকে ফেলে দেয়। ঘটনাটি দিল্লি নগর নিগম (বালিকা) বিদ্যালয়ের। যা রানি ঝাঁসি রোডের কাছে মডেল বস্তির বিপরীতে।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১১.১৫ নাগাদ ওই ঘটনা ঘটে। আহত ছাত্রী হিন্দুরাও হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসকরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত। গীতা দেশওয়াল নামে অভিযুক্ত শিক্ষাকাকে গ্রেফতার করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩০৭ এর অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।
রিয়া নামে ওই স্কুলেরই অন্য এক শিক্ষিকা জানিয়েছেন, এদিন আচমকাই তিনি দেখেন বন্দনা নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর দিকে প্রচন্ড রাগে কাঁচি নিয়ে তেড়ে যাচ্ছেন গীতা। তাতেই প্রাণভয়ে ছুটতে শুরু করে বন্দনা। এরপরেই ছাত্রীটিকে স্কুলের দোতলার বারান্দা থেকে ছুড়ে নিচে ফেলে দেন অভিযুক্ত শিক্ষিকা।
রিয়া আরও জানিয়েছেন, তিনি বাধা দেওয়া সত্ত্বেও থামেননি অভিযুক্ত শিক্ষিকা। তাঁর চোখের সামনেই বন্দনাকে নিচে ফেলে দেন গীতা। প্রাথমিকভাবে শিশুটির আঘাত অত্যন্ত গুরুতর হলেও চিকিৎসার পর বর্তমানে বিপন্মুক্ত রয়েছে সে।
কী কারণে পঞ্চম শ্রেণির পড়ুয়া এক ছাত্রীর ওপর এমন ভয়ঙ্কর রেগে গেলেন গীতা তা অবশ্য জানা যায়নি। প্রত্যক্ষদর্শীর বয়ানের ভিত্তিতে ওই শিক্ষিকার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার জেরে স্কুলের অন্য পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন-সংসদে পা মচকে গেল শশী থারুরের, গেলেন হাসপাতালে