Advertisement

Delhi Red Fort Blast: দিল্লি বিস্ফোরণে কাশ্মীর যোগ! i20 গাড়িটি পুলওয়ামার তারিককে বেচেছিল সলমান

Delhi Red Fort Blast: তদন্তকারী সংস্থার সূত্রে খবর, গাড়িটি শেষবার বিক্রি করা হয় জম্মু-কাশ্মীরের তারিক নামে এক ব্যক্তির কাছে। এই তারিকের নাম জানতেই গোয়েন্দা মহলে তীব্র আলোড়ন। কারণ, পুলওয়ামা অঞ্চলটি অতীতে বহু জঙ্গি চক্রান্তের সঙ্গে যুক্ত ছিল।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Nov 2025,
  • अपडेटेड 1:54 AM IST

Delhi Red Fort Blast: দিল্লির ভয়াবহ লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা গিয়েছে, যে হুন্ডাই i20 গাড়িতে বিস্ফোরণটি ঘটে, সেটি একাধিকবার কেনাবেচা করা হয়েছিল। আর তাতেই উঠে এসেছে কাশ্মীরের পুলওয়ামা সংযোগের ইঙ্গিত।

তদন্তকারী সংস্থার সূত্রে খবর, গাড়িটি শেষবার বিক্রি করা হয় জম্মু-কাশ্মীরের তারিক নামে এক ব্যক্তির কাছে। এই তারিকের নাম জানতেই গোয়েন্দা মহলে তীব্র আলোড়ন। কারণ, পুলওয়ামা অঞ্চলটি অতীতে বহু জঙ্গি চক্রান্তের সঙ্গে যুক্ত ছিল।

বিস্ফোরণে ১০ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত ২৪ জন আহত। বিস্ফোরণের পর থেকেই তদন্তে নামে দিল্লি পুলিশ, এনআইএ ও এনএসজি। গাড়ির মালিকানা নিয়ে চলছে গভীর অনুসন্ধান।

আরও পড়ুন

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাড়িটি কেনাবেচার সময় জাল কাগজপত্রের ব্যাপক ব্যবহার করা হয়েছে। যার ফলে গাড়ির আসল মালিক এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। এটি গোটা ঘটনার পেছনে একটি পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এর আগে খবর প্রকাশিত হয়েছিল, গাড়িটি নাকি হরিয়ানার গুরুগ্রামের সালমান নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত ছিল। তিনি পরে গাড়িটি বিক্রি করেন। রেজিস্ট্রেশনও ছিল গুরুগ্রাম ঠিকানায়।

তদন্তে আরও জানা গিয়েছে, ২০২৫ সালের ২০ সেপ্টেম্বর গাড়িটিকে ফরিদাবাদে বেআইনি পার্কিংয়ের জন্য জরিমানা করা হয়। অর্থাৎ বিস্ফোরণের কিছুদিন আগেও গাড়িটি সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছিল।

বিস্ফোরণের পর ফরেনসিক দল ঘটনাস্থলে বিস্তারিত পরীক্ষা চালাচ্ছে। গাড়ির ধ্বংসাবশেষ থেকে সংগৃহীত রাসায়নিক উপাদান ও ধাতব অংশ বিশ্লেষণ করা হচ্ছে। লক্ষ্য, বিস্ফোরণে ব্যবহৃত বিস্ফোরক পদার্থের ঘনত্ব ও প্রকৃতি নির্ধারণ করা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সুবাষ মার্গে ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা হুন্ডাই i20 গাড়িতেই বিস্ফোরণটি ঘটে।” তিনি জানান, কেন্দ্রীয় সংস্থাগুলি এখন বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

পুরো ঘটনার তদন্ত এখন তীব্র গতিতে এগোচ্ছে। পুলওয়ামা সংযোগ এবং জাল নথির ব্যবহারে নতুন করে জঙ্গি ষড়যন্ত্রের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না কেউই। দিল্লি ও সংলগ্ন রাজ্যগুলোতে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা (High Alert)।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement