Advertisement

Dream 11 Crorepati: Dream 11 এ ৫০ টাকা দিয়ে IPL-এ টিম বানিয়েছিলেন, জিতে গেলেন ১ কোটি টাকা

Dream 11 Crorepati: শিবরাজ জানান তার বিশ্বাস হচ্ছে না যে তিনি কোটিপতি হয়ে গিয়েছেন আচমকা রাত্রি এগারো এবং তিনি তার কাকাকে দেখান কিন্তু তিনিও বিশ্বাস করতে পারেননি কিন্তু যখন একাধিকবার ওই মেসেজ পড়েন তখন তারা বিশ্বাস করেন যে তারা কোটিপতি হয়ে গিয়েছেন শিবরাজের বক্তব্য যেয়ে এই টাকা দিয়ে তিনি ভালো করে দোকান করে পরিবারের দেখভাল করবেন এখন বহু জায়গা থেকে শিবরাজের শুভেচ্ছা আসছে।

Dream 11 এ ৫০ টাকা দিয়ে টিম বানিয়েছিলেন, জিতে গেলেন ১ কোটি টাকাDream 11 এ ৫০ টাকা দিয়ে টিম বানিয়েছিলেন, জিতে গেলেন ১ কোটি টাকা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 May 2023,
  • अपडेटेड 9:02 AM IST
  • Dream 11 এ ৫০ টাকা দিয়ে টিম বানিয়ে
  • জিতে গেলেন ১ কোটি টাকা
  • রাজস্থানের প্রতাপগড়ের ঘটনা

Dream 11 Crorepati: রাজস্থানের প্রতাপগড়ের এক দরিদ্র যুবক রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন। তিনি ড্রিম ইলেভেনে (Dream 11)-এ নিজের আইপিএল টিম বানিয়ে ১ কোটি টাকা যেতেন। যুবকের বক্তব্য যে তিনি পরিবারকে নিয়ে এখন উৎসব পালন করছেন। প্রতাপগড়ের শিবরাজ সিং শিশোদিয়া মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় ৫০ টাকা লাগিয়ে ড্রিম ইলেভেনের টিম বানিয়েছিলেন ।এবং ১ কোটি টাকা জিতে যান।

তাঁর বক্তব্য যে, শিবরাজের পরিবার অত্যন্ত গরিব। তিন বোন তার। এর মধ্যে দুজনের বিয়ে হয়ে গিয়েছে এবং একজনের এখনও বাকি রয়েছে। শিবরাজ সিং এখনও বিয়ে করেননি এবং গ্রামে একটা ছোট দোকান চালান। শিবরাজের বাবা গরীব কৃষক। কিন্তু অসুস্থ থাকার কারণে তিনি লম্বা সময় থেকে শয্যাশায়ী।

রাতারাতি কোটিপতি হয়ে গিয়েছেন যুবক

আরও পড়ুন

শিবরাজ জানান তার বিশ্বাস হচ্ছে না যে তিনি কোটিপতি হয়ে গিয়েছেন আচমকা রাত্রি এগারো এবং তিনি তার কাকাকে দেখান কিন্তু তিনিও বিশ্বাস করতে পারেননি কিন্তু যখন একাধিকবার ওই মেসেজ পড়েন তখন তারা বিশ্বাস করেন যে তারা কোটিপতি হয়ে গিয়েছেন শিবরাজের বক্তব্য যেয়ে এই টাকা দিয়ে তিনি ভালো করে দোকান করে পরিবারের দেখভাল করবেন এখন বহু জায়গা থেকে শিবরাজের শুভেচ্ছা আসছে।

জেতা টাকায় আর্থিক পরিস্থিতি ভালো করবেন তিনি

শিবরাজ এর কাছে বি এড ডিগ্রী রয়েছে চাকরি করার ও ইচ্ছা আছে আপাতত তিনি দোকান চালিয়ে নিজের পরিবারের লালন পালন চালাচ্ছেন শিবরাজের কাকা পাপ্পু যাদব জানিয়েছেন যে তিনি অত্যন্ত খুশি শিবরাজ এত টাকা জিতেছে তার আর্থিক পরিস্থিতি খুব খারাপ। পরিবার লম্বা সময় থেকে লড়াই করে চলেছে এখন তাদের পরিস্থিতি ভালো হবে

Read more!
Advertisement
Advertisement