Advertisement

Poor Man Wins Fantasy League Dream11: ৩৯ টাকা খরচ করে ৪ কোটি টাকার মালিক! কৌশাম্বীর মঙ্গল সরোজের গল্প যেন রূপকথা

Poor Man Wins Fantasy League Dream11: ঘাসীরাম কা পুরভার মঙ্গল সড়োজ মাত্র ৩৯ টাকার Dream11 টিম বানিয়ে জিতে নিলেন ৪ কোটি টাকা! দৈনিক মজুরি থেকে এক লাফে কোটিপতি—এ যেন স্বপ্ন নয়, বাস্তব!

৩৯ টাকা খরচ করে ৪ কোটি টাকার মালিক! কৌশাম্বীর মঙ্গল সরোজের গল্প যেন রূপকথা৩৯ টাকা খরচ করে ৪ কোটি টাকার মালিক! কৌশাম্বীর মঙ্গল সরোজের গল্প যেন রূপকথা
Aajtak Bangla
  • কৌশাম্বী,
  • 06 May 2025,
  • अपडेटेड 1:23 AM IST

Poor Man Wins Fantasy League Dream11: “গরিবের কপালে কি সুখ থাকে?”। উত্তরপ্রদেশের কৌশাম্বীর মঙ্গল সরোজ সেটা করে দেখালেন মাত্র ৩৯ টাকায় কোটিপতি হয়ে।  ঘাসীরাম পুরসভা, কৌশাম্বীর প্রান্তিক গ্রাম। এখানেই বাস মঙ্গল সড়োজের, যিনি হাপুরে একটি প্লাইউড ফ্যাক্টরিতে দৈনিক মজুরে হিসেবে কাজ করেন। পরিবার বলতে স্ত্রী, তিন সন্তান আর কুঁড়েঘর—অভাবের সঙ্গে প্রতিদিনের লড়াই।

২৯ এপ্রিলের পাঞ্জাব বনাম চেন্নাই আইপিএল ম্যাচে Dream11 অ্যাপে মাত্র ৩৯ টাকা খরচ করে বানানো তাঁর ফ্যান্টাসি টিম এনে দিল জীবন বদলে দেওয়া খবর—পুরো ৪ কোটি টাকা পুরস্কার! প্রথমে SMS দেখে বিশ্বাসই করতে পারেননি তিনি। পরে বারবার যাচাই করে বুঝলেন—স্বপ্ন সত্যি হয়েছে। স্ত্রী ও সন্তানদের জড়িয়ে ধরে কেঁদে ফেললেন।

২০১৭ সালে বিয়ে করেছিলেন মঙ্গল। বাবার নাম সুখলাল সড়োজ, এখনও অন্যের জমিতে চাষ করে সংসার চালান। ৬ ভাই, ২ বোন—সব মিলিয়ে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত পরিবার। আজ পুরো গ্রামে উৎসবের আবহ। কেউ এসে ছবি তুলছে, কেউ প্রণাম করছে। মঙ্গল এখন গ্রামের হিরো।

আরও পড়ুন

তিনি বলেন, “আমার কাছে এটা স্বপ্নপূরণ। আমি কখনও ভাবিনি এমন কিছু হবে। এখন আমি আমার পরিবারকে ভালো জীবন দিতে পারব।” এই ঘটনা প্রমাণ করে—ভাগ্য একদিন দরজায় কড়া নাড়বেই। দরকার শুধু বিশ্বাস আর একটু সাহস।
Dream11-এর মতো অনলাইন প্ল্যাটফর্ম শুধু খেলা নয়, কারো কারো জন্য হতে পারে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সুযোগ।

 

Read more!
Advertisement
Advertisement