Advertisement

Earthquake in Andaman: সুনামি আতঙ্ক ফিরিয়ে এবার মাঝরাতে কাঁপল আন্দামান

ভূমিকম্পের কারণে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে আচমকাই ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

ছবিটি প্রতীকীছবিটি প্রতীকী
Aajtak Bangla
  • পোর্টব্লেয়ার,
  • 10 Nov 2022,
  • अपडेटेड 10:16 AM IST
  • মাঝরাতে কাঁপল আন্দামান
  • পরপর দুদিন ভূমিকম্প
  • সুনামির আতঙ্কে সাধারণ মানুষ

ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে রিখটার স্কেলে ৪.৩ মাত্রার ভূমিকম্প হয়। কম্পন হয় মূলত বুধবার মাঝরাতে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অনুসারে, ভূমিকম্পের গভীরতা ছিল মাটির ১০ কিলোমিটার নীচে।

মাঝরাতে কাঁপল আন্দামান

"ভূমিকম্পের মাত্রা: ৪.৩, সময়, ১০-১১-২০২২, ০২:২৯:৩৬ আইএসটি, অক্ষাংশ: ৯.৪৫ এবং দীর্ঘ: ৯৩.৪৪, গভীরতা: ১০ কিমি, অবস্থান: পোর্টব্লেয়ার, আন্দামান, ভারত, আন্দামান এবং নিকোর ২৫৩ কিমি এসএসি," এনসিএস টুইট করে একথা জানিয়েছে।

আরও পড়ুন

তবে ভূমিকম্পের কারণে কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মধ্যরাতে আচমকাই ভূমিকম্প অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্প ও আফটার শকের জেরে জলোচ্ছাস, এমনকি সুনামিও আসতে পারে বলে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। 

পরপর দুদিন ভূমিকম্প

উল্লেখ্য, মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্প হয় নেপালেও। মধ্যরাতে ভূমিকম্পের মাত্রা এতটাই বেশি ছিল যে দিল্লি, বিহার, উত্তর প্রদেশ-সহ একাধিক রাজ্যে সেই কম্পন অনুভূত হয়। মোট তিনবার কম্পন অনুভূত হয়েছিল নেপালে। ভূমিকম্পে নেপালে কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে। বহু বাড়ি-ঘরও ভেঙে পড়েছে। 

সুনামির আতঙ্কে সাধারণ মানুষ

একের পর এক ভূমিকম্পে আতঙ্ক দানা বাঁধছে মানুষের মধ্যে। পোর্ট ব্লেয়ারের স্থানীয় মানুষজন জানাচ্ছেন, আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি শুরু করে দেন বলেও খবর।

Read more!
Advertisement
Advertisement