প্রায় সমস্ত নির্বাচনের ফল ঘোষণার পরেই কোনও কোনও প্রার্থীর জামানত বজেয়াপ্ত হয়েছে বলে শোনা যায়। আগামিকাল বৃহস্পতিবার ঘোষণা হতে চলেছে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল। তারপরেও হয়ত কোনও কোনও জায়গায় এমন কথা শোনা যেতে পারে। কিন্তু এই জামানত বাজেয়াপ্ত আসলে বিষয়টা কী?
প্রতিটি ভোটের ক্ষেত্রেই লড়াই করার জন্য প্রার্থীদের একটা নির্দিষ্ট পরিমান অর্থ নির্বাচন কমিশনের কাছে জমা রাখতে হয়। তাকে বলা হয় জামানতের অর্থ। যদি কোনও প্রার্থী নির্দিষ্ট সংখ্যাক ভোট না পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়ে যায়। বিভিন্ন ভোটের ক্ষেত্রে জামানতের অর্থ আলাদা আলাদা। পঞ্চায়েত থেকে রাষ্ট্রপতি নির্বাচন, সমস্ত ক্ষেত্রেই জামানতের অর্থ জমা করতে হয় প্রার্থীকে।
জামানতের অর্থ কত?
লোকসভা ও বিধানসভা নির্বাচনে জামানতের অর্থের উল্লেখ রিপ্রেজেনটেটিভস অফ পিপলস অ্যাক্ট ১৯৫১ এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের জামানতের অর্থের উল্লেখ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ইলেকশান অ্যাক্ট ১৯৫২-তে করা হয়েছে। লোকসভা ও বিধানসভা নির্বাচনে সাধারণ শ্রেণির প্রার্থী ও এসসি-এসটি প্রার্থীদের জামানতের অর্থ আলাদা হয়। তবে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সমস্ত শ্রেণির জন্যই জামানতের অর্থ সমান।
কোন ভোটে কত অর্থ?
লোকসভা ভোট - এই নির্বাচনে সাধারণ শ্রেণির প্রার্থীদের ২৫ হাজার টাকা ও এসসি-এসটি প্রার্থীদের ১২,৫০০ টাকা জমা দিতে হয়।
বিধানসভা ভোট - এক্ষেত্রে সাধারণ শ্রেণির প্রার্থীরা ১০ হাজার টাকা ও এসসি-এসটি প্রার্থীরা ৫ হাজার টাকা জমা দেন।
রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন - এই নির্বাচনের জন্য প্রার্থীদের ১৫ হাজার টাকা করে জমা দিতে হয়।
কেন জামানত বাজেয়াপ্ত হয়?
নির্বাচন কমিশনে নিয়ম অনুযায়ী, যখন কোনও প্রার্থী তাঁর কেন্দ্রে পড়া মোট ভোটের ১/৬ ভাগ, অর্থাৎ ১৬.৬৬ শতাংশ ভোটও পান না, তখন তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। যেমন ধরা যাক, কোনও কেন্দ্রে ১ লক্ষ ভোট পড়েছে, আর সেখানে ৫ প্রার্থীর প্রত্যেকে ১৬,৬৬৬-টির কম ভোট পেয়েছেন, তাহলে তাঁদের প্রত্যেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। একই নিয়ম রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও। সেক্ষেত্রেও জামানত বাঁচাতে প্রার্থীদের ১/৬ ভাগ ভোট পেতে হয়।
কোন কোন ক্ষেত্রে জামানত ফেরৎ পাওয়া যায়?
প্রার্থী যদি ১/৬ ভাগের বেশি ভোট পান তাহলে জামানতের অর্থ ফেরৎ পেয়ে যান। যদি জয়ী প্রার্থী ১/৬ ভাগের কম ভোট পান তাহলেও তিনি অর্থ ফেরৎ পেয়ে যান। যদি ভোট শুরুর আগে কোনও প্রার্থীর মৃত্যু হয়, তাহলে তাঁর পরিজনদের জামানতের অর্থ ফেরৎ দিয়ে দেওয়া হয়। আর যদি কোনও প্রার্থীর মনোনয়ন বাতিল হয় বা তিনি মনোনয়ন প্রত্যাহার করেন তাহলেও জামানতের অর্থ ফেরৎ দিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন - গোটা ট্রেন বুক করতে চান? জানুন খরচ ও নিয়ম