নামিবিয়া থেকে আনা চিতাদের মধ্যে একটির মৃত্যু নিয়ে জলঘোলা শুরু হয়েছে। কী কারণে প্রথম ধাপে আনা ৮টি চিতার মধ্যে একটি মারা গেল তা নিয়ে চলছে আলোচনা। গত বছর ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলে ছাড়া হয়েছিল ৮টি চিতা (Cheetah)। নামিবিয়া থেকে আনা সেই চিতাদের একটি স্ত্রী চিতার মৃত্যু হয়েছে (Dies) সোমবার। তার নাম সাশা (Sasha )।
গত জানুয়ারি থেকে কিডনির অসুখে ভুগছিল সাশা। গত কয়েকদিন ধরেই তার অবস্থা সঙ্কটজনক হয়ে পড়েছিল। এদিন মৃত্যু হয় পূর্ণবয়স্ক আফ্রিকান চিতাটির। পাঁচটি স্ত্রী চিতা আনা হয়েছিল নামিবিয়া থেকে। বাকি তিনটি পুরুষ। সাশা ছিল পাঁচটির একটি।
গত ফেব্রুয়ারিতে আরও এক ডজন চিতা আনা হয়েছিল নামিবিয়া থেকে। এরমধ্যে সাতটি ছিল স্ত্রী ও পাঁচটি পুরুষ চিতা। সেই সময়ে কুনোর জঙ্গলে চিতার মোট সংখ্যা দাঁড়িয়েছিল ২০টি। গত সপ্তাহে ফের দু’টি চিতা ছাড়া হয়। তারপর চিতার সংখ্যা দাঁড়ায় ২২টি। শাশার মৃত্যুর পরে কুনোয় চিতার সংখ্যা দাঁড়াল ২১।
চলতি বছরের ২২ জানুয়ারী সাশার কিডনিতে সংক্রমণ ধরা পড়ে। বিদেশী চিকিৎসকদের একটি দল চিতাটিকে আলাদা করে পর্যবেক্ষণে রেখেছিল। সেরেও উঠছিল চিতাটি। কিন্তু আচমকাই স্বাস্থ্যের অবনতি শুরু হয় চিতাটির। সোমবার সকালে মৃত্যু হয়। কিডনি বিকল হয়েই চিতাটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।
মধ্যপ্রদেশ বন বিভাগের তরফে বলা হয়েছে যে, গত বছরের ১৫ আগস্ট চিতার প্রথম পর্যায়ের রক্ত পরীক্ষা করা হয়েছিল।তখন সাশার ক্রিয়েটিনিনের মাত্রা ৪০০ দেখানো হয়েছিল। তখনই চিতাটি অসুস্থ ছিল। প্রশ্ন উঠছে, বিপুল খরচ করে কেন অসুস্থ চিতা আনা হল।