Advertisement

ধাবার ফ্রিজে কিশোরীর দেহ, হাড়হিম ঘটনা আবার দিল্লিতে

শ্রদ্ধা ওয়ালকার খুনের ঘটনায় দেশজুড়ে এখনও চাঞ্চল্য রয়েছে। তারমধ্যেই ঠিক ওইরকমই আরও একটি খুনের ঘটনা সামনে এল দিল্লিতে। একটি দিল্লির একটি ধাবার ফ্রিজ থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। খুনে অভিযুক্তকেও আটক করা হয়েছে। 

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 14 Feb 2023,
  • अपडेटेड 6:46 PM IST
  • শ্রদ্ধা ওয়ালকার খুনের ঘটনায় দেশজুড়ে এখনও চাঞ্চল্য রয়েছে।
  • তারমধ্যেই ঠিক ওইরকমই আরও একটি খুনের ঘটনা সামনে এল দিল্লিতে।

শ্রদ্ধা ওয়ালকার খুনের ঘটনায় দেশজুড়ে এখনও চাঞ্চল্য রয়েছে। তারমধ্যেই ঠিক ওইরকমই আরও একটি খুনের ঘটনা সামনে এল দিল্লিতে। একটি দিল্লির একটি ধাবার ফ্রিজ থেকে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। খুনে অভিযুক্তকেও আটক করা হয়েছে। 

দিল্লির বাবা হরিদাস নগর থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম সাহিল গেহলট। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চলছে। বলা হচ্ছে, ওই কিশোরীকে খুনের পর ধাবার ফ্রিজে লাশ লুকিয়ে রাখে খুনি। ফ্রিজ থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তথ্য অনুযায়ী, কাশ্মীর গেট আইএসবিটির কাছে একটি গাড়িতে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই কিশোরীকে।

এর আগে দিল্লিতে শ্রদ্ধা খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। দিল্লির মেহরাউলিতে শ্রদ্ধার প্রেমিক আফতাব তাঁকে খুন করেছে বলে অভিযোগ। গত বছরের ১৮ মে শ্রদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে আফতাব। এরপর মৃতদেহটিকে ৩৫ টুকরো করে। লাশ রাখার জন্য একটি ফ্রিজ কিনেছিল আফতাব। সে প্রতি রাতে মেহরাউলি জঙ্গলে শ্রদ্ধার মৃতদেহের টুকরো ফেলতে যেত। শুধু তাই নয়, শ্রদ্ধা খুনের পরও আফতাব ওই ফ্ল্যাটেই থাকতেন। তার অন্য বান্ধবীরাও ফ্ল্যাটে দেখা করতে আসত।

আরও পড়ুন

গতবছর ১২ নভেম্বর আফতাবকে গ্রেফতার করে পুলিশ। পলিগ্রাফি টেস্ট ও নারকোতেও শ্রদ্ধাকে খুনের কথা স্বীকার করে আফতাব। শুধু তাই নয়, শ্রদ্ধার মৃত্যুর পর অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল বলেও স্বীকার করে আফতাব। এছাড়াও পুলিশ মেহরাউলির জঙ্গল থেকে শ্রদ্ধার মৃতদেহের টুকরো উদ্ধার করেছে। এমনকি ডিএনএ পরীক্ষায়ও শ্রদ্ধার বাবার নমুনার সঙ্গে মিলেছে মৃতদেহের টুকরো। শ্রদ্ধা হত্যা মামলায় সম্প্রতি আফতাবের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement