Advertisement

Gold Price Kolkata: রেকর্ড High থেকে ধস! হুড়মুড়িয়ে কমছে সোনা-রুপোর দাম, কেনা ঠিক হবে?

মাত্র কয়েক সপ্তাহ আগের কথা। ক্রমেই নতুন নতুন রেকর্ড high তে উঠছিল সোনার দর(Gold Rate)। কিন্তু সেই রেশ যে খুব বেশিদিন থাকবে না, তা আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন অনেকে। আর হও তাই। গত কয়েকদিন ধরে সোনার দাম সেভাবে বাড়েনি।

এখন সোনা কেনা ঠিক হবে?এখন সোনা কেনা ঠিক হবে?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Nov 2025,
  • अपडेटेड 6:48 PM IST
  • ক্রমেই নতুন নতুন রেকর্ড high তে উঠছিল সোনার দর(Gold Rate)।
  • সেই রেশ যে খুব বেশিদিন থাকবে না, তা আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন অনেকে।
  • গত কয়েকদিন ধরে সোনার দাম সেভাবে বাড়েনি।

মাত্র কয়েক সপ্তাহ আগের কথা। ক্রমেই নতুন নতুন রেকর্ড high তে উঠছিল সোনার দর(Gold Rate)। কিন্তু সেই রেশ যে খুব বেশিদিন থাকবে না, তা আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন অনেকে। আর হও তাই। গত কয়েকদিন ধরে সোনার দাম সেভাবে বাড়েনি। উল্টে কমেছে। মঙ্গলবার সকাল থেকেই এক ধাক্কায় কমেছে সোনা ও রুপোর দাম। সৌজন্যে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও আর্থিক অনিশ্চয়তার আবহ। শুধু এমসিএক্স (MCX) ফিউচার মার্কেটই নয়, দেশের রিটেল মার্কেটেও দাম কমেছে সোনার। ফলে বিয়ের সিজনের আগে ক্রেতারা সামান্য হলেও খুশি হবেন। তবে বিনিয়োগকারীদের জন্য এটি খুব একটা ভাল খবর নয়।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৭৬ টাকা কমেছে। বর্তমানে দাম ১,২১,৯৫১ টাকা। সোমবার বাজার ক্লোজিংয়ের সময় সেটাই ছিল ১,২২,৯২৭ টাকা। সোনার লাইফটাইম হাই ছিল ১,৩২,২৯৪ টাকা। ফলে আপাতত সোনা সেই All Time High এর তুলনায় ১০,৩৪৩ টাকা কমে ট্রেড করছে।

রুপোর দামও ১,৪৩০ টাকা কমেছে। মঙ্গলবার এক কেজি রুপোর এক্সচেঞ্জ রেট দাঁড়িয়েছে ১,৫৩,৮৮২ টাকা। All Time High এর তুলনায় ১৬,৫৩৩ টাকা কম।

দাম কমছে কেন? 
বাজার বিশেষজ্ঞদের মতে,

ডলার শক্তিশালী হয়েছে: আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়েছে। ফলে সোনা-রুপোয় বিদেশি বিনিয়োগ কমেছে।

বাণিজ্যিক উত্তেজনা কিছুটা কমেছে: আমেরিকার ট্যারিফ ও ট্রেড ডিল নিয়ে যে হইচই চলছিল, তা এখন কিছুটা স্তিমিত। ফলে সোনায় বিনিয়োগের প্রবণতা কমেছে।

সুদের হার: আপাতত সুদ কমানোর প্ল্যান নেই, স্পষ্ট ইঙ্গিত দিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। ফলে সোনা ও রুপোর প্রতি বড় বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে।

Read more!
Advertisement
Advertisement