গুজরাট বিধানসভা নির্বাচনের গণনা এখনও চলছে এবং আম আদমি পার্টি (AAP) এখনও পর্যন্ত অন্তত পাঁচটি বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal) গুজরাতের জনগণ এবং তাঁর দলের কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।
কেজরিওয়াল এদিন সাংবাদিক বৈঠকে বলেছেন, গুজরাত বিধানসভা নির্বাচনে AAP যে পরিমাণ ভোট পেয়েছে, আইন অনুসারে আপকে জাতীয় দল হিসাবে ঘোষণা করার পক্ষে যথেষ্ট। দেশে খুব কম দল আছে, যাদের জাতীয় দলের মর্যাদা আছে। এখন আপও সেই মুষ্টিমেয় জাতীয় দলের ক্যাটাগরিতে পড়ে।
তিনি আরও বলেন, আজ, আপ একটি জাতীয় দলে পরিণত হয়েছে। ১০ বছর আগে আপ একটি ছোট দল ছিল। এখন আপ ২টি রাজ্যে সরকার গড়েছে।
উল্লেখ্য, কেজরিওয়াল ফল প্রকাশের আগে জানিয়েছেন তাঁর দল গুজরাটে ৯০ টির বেশি আসন পাবে। কিন্তু সেই আশা পূরণ হয়নি। বিজেপিকে টেক্কা দেওয়া তো দূরের কথা, এক অঙ্কের গণ্ডিও পেরাতে পারেনি আপ। ১৮২ আসনের গুজরাট বিধানসভা নির্বাচনে আপ মাত্র ৫টি আসন দখল করতে পেরেছে।
তবে, প্রায় দেড় দশক আগে যখন আম আদমি পার্টি তৈরি হয়েছিল, তখন খুব কমজনই হয়ত ভেবেছিল যে, জাতীয় রাজনীতিতে বড় ছাপ ফেলতে পারবে এই ‘আঞ্চলিক’ দল। এর আগে জাতীয় দল বিজেপি, কংগ্রেস এবং সিপিআইএম (বাম জোটের অন্যান্য দলের সাহায্যে) একাধিক রাজ্যে ভোটে জিতেছিল। তবে আঞ্চলিক দল উঠে আসা দল আপও সেই তালিকায় নাম লেখাল।