কর্ণাটকের হিজাব বিতর্কের আঁচ এবার পুদুচেরিতে। সেখানে আরিয়ানকুপ্পামের একটি সরকারি স্কুলে এক ছাত্রীকে স্কার্ফ সরাতে বলা হয় বলে অভিযোগ। ঘটনাটি গত ৭ ফেব্রুয়ারির।
সেই মেয়েটির সমর্থনে স্কুলে আসে SFI ও DMK কর্মী-সমর্থকরা। তাদের প্রশ্ন, ওই তরুণী গত তিন বছর ধরে হিজাব পরে মেয়েটি ক্লাস করে। তাহলে এতদিন সেটা নিয়ে কিছু বলা হয়নি কেন?
আরও পড়ুন : রাজ্যে একটানা বৃষ্টির পূর্বাভাস, কমবে ঠান্ডা, কবে থেকে?
ছাত্রীটির অভিযোগ, কয়েকদিন আগে তাঁকে ক্লাসের ভিতর হিজাব পরতে দেওয়া হয়নি। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, ওই ছাত্রী স্কুল ক্যাম্পাসে স্কার্ফ পরত। কিন্তু, শুক্রবার ক্লাসের ভিতরে যাওয়ার পরে স্কার্ফ পরে।
আরও পড়ুন : রাজ্যপালের অপসারণ চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে
ওই ছাত্রীকে স্কার্ফ পরতে না দেওয়ার অভিযোগ ঘিরে এদিন সাময়িক বিক্ষোভ হয় স্কুলের বাইরে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।
অন্যদিকে হিজাব বিতর্কে কর্ণাটকে এক যুবতীর ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছ, হিজাব পরা তরুণীর সামনে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন কয়েকজন। জবাবে সেই তরুণঈ আল্লাহু আকবর স্লোগান দিচ্ছেন। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ছাত্রীটির প্রশংসা করেছেন। তাঁকে ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন জমিয়ত উলেমা-ই-হিন্দ।