হিমাচলপ্রদেশের কিন্নোর জেলায় ভূমিধসের জের। যাত্রীবোঝাই বাস-সহ আরও কয়েকটি গাড়ির উপর পাথরের চাঁই ভেঙে পড়ে। যার জেরে ধ্বংসস্তূপের ভিতর আটকে যায় বাস-সহ আরও কয়েকটি গাড়ি। এই দুর্ঘটনায় প্রায় ৪০ জন আটকে পড়েছে বলে খবর। তাদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এর জেরে অনেকের মৃত্যুও হতে পারে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে NDRF ও সেনা। ঘটনার LIVE UPDATES :
আরও পড়ুন : West Bengal News Live : মা ফ্লাইওভারের পিলারে ধাক্কা বাসের, আহত ১১
কিন্নোর জেলার চোরা সংলগ্ন জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। সেই রাস্তা দিয়েই যাত্রী বোঝাই বাস-সহ আরও কয়েকটি গাড়ি যাচ্ছিল। হঠাৎই ভূমিধস শুরু হয়। যার জেরে বাস ও কয়েকটি গাড়ি আটকে পড়ে। ঘটনার খবর চাউর হতেই স্থানীয় প্রশাসন উদ্ধারকার্য শুরু করে দেয়। ডাকা হয়, সেনা ও NDRF। তারা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু করে।
যাত্রীবোঝাই বাসটি কিন্নোর থেকে সিমলা যাচ্ছিল। তখনই ভূমিধসের জেরে এই দুর্ঘটনা। এদিকে উদ্ধারকার্যে নেমেও অসুবিধেয় পড়তে হয়েছে NDRF-কে। কারণ, এখনও পাহাড় থেকে পাথর পড়ছে। উদ্ধারকার্যে নেমে উদ্ধার করা হয়েছে বাসের চালক ও কন্ডাক্টারে। তাঁরা ২ জনেই আহত। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
PM @narendramodi spoke to Himachal Pradesh CM @jairamthakurbjp regarding the situation in the wake of the landslide in Kinnaur. PM assured all possible support in the ongoing rescue operations.
আরও পড়ুন : 'জিতবে ত্রিপুরা', কয়েকদিনের মধ্যেই TMC-র স্লোগান পরিবর্তনের কারণ কী ?
গোটা ঘটনার ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, একের পর এক পাথর রাস্তার উপর পড়ছে। আর তার জেরে বাস-সহ একাধিক গাড়ি আটকে পড়েছে। হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, ঘটনা সম্পর্কে তিনি অবহিত। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। তিনি নিজে খোঁজখবর নিচ্ছেন। প্রসঙ্গত, হিমাচলের এই জেলায় প্রায় ভূমিধস হয়। গতমাসেই এখানে একাধিক জনের মৃত্যু হয়েছিল।