Advertisement

হিমাচলপ্রদেশে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০, দেখা মিলল সেই বাসের

হিমাচলপ্রদেশের কিন্নোর জেলায় ভূমিধসের জের। যাত্রীবোঝাই বাস-সহ আরও কয়েকটি গাড়ির উপর পাথরের চাঁই ভেঙে পড়ে। যার জেরে আটকে যায় বাস-সহ আরও কয়েকটি গাড়ি। এই দুর্ঘটনায় প্রায় ৪০ জন আটকে পড়েছে বলে খবর।

হিমাচল প্রদেশ
Aajtak Bangla
  • হিমাচলপ্রদেশ ,
  • 11 Aug 2021,
  • अपडेटेड 10:22 PM IST
  • হিমাচলপ্রদেশের কিন্নোর জেলায় ভূমিধসের জের
  • যাত্রীবোঝাই বাস-সহ আরও কয়েকটি গাড়ির উপর পাথরের চাঁই ভেঙে পড়ে
  • যার জেরে আটকে যায় বাস-সহ আরও কয়েকটি গাড়ি

হিমাচলপ্রদেশের কিন্নোর জেলায় ভূমিধসের জের। যাত্রীবোঝাই বাস-সহ আরও কয়েকটি গাড়ির উপর পাথরের চাঁই ভেঙে পড়ে। যার জেরে ধ্বংসস্তূপের ভিতর আটকে যায় বাস-সহ আরও কয়েকটি গাড়ি। এই দুর্ঘটনায় প্রায় ৪০ জন আটকে পড়েছে বলে খবর। তাদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এর জেরে অনেকের মৃত্যুও হতে পারে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে NDRF ও সেনা। ঘটনার LIVE UPDATES : 

  • ১০ ঘণ্টা কেটে গেলেও এখনও উদ্ধারকার্য চলছে। এখনও বাসযাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে রয়েছে NDRF, সেনা ও ITBP জওয়ানরা। 
  • সেই বাসের দেখা পাওয়া গেল। এখনও ২৫ জনের আটকে থাকার আশঙ্কা। 
  • ১০ জনের মৃতদেহ উদ্ধার হল। ১৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে এখনও আটকে অনেকে। নিখোঁজদের খোঁজ চলছে। 
  • এখনও পর্যন্ত ৫ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালাচ্ছে এনডিআরএফ, সেনা ও আইটিবিপি 
  • ভূমিধসের জেরে ধ্বংসস্তূপে আটকে ৬০ , উদ্ধারকার্য শুরু করেছে ITBP। তাদের প্রায় ৩০০ জন জওয়ান উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন। এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।  
  • ৯ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ধসে আটকে প্রায় ২৫ জন। 
  • হিমাচলপ্রদেশ সরকারের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর দফতরের। এই নিয়ে টুইটও করা হয়ছে। 
চলছে উদ্ধারকার্য
  • ITBP উদ্ধারকার্যে সবরকম সাহায্য করবে, আশ্বাস দিয়ে টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর 
  • হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, ঘটনা সম্পর্কে তিনি অবহিত। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। তিনি নিজে খোঁজখবর নিচ্ছেন। 
  • যে বাসটি ধ্বংসস্তূপে আটকে পড়েছিল, তার চালক ও কন্ডাক্টরকে উদ্ধার করা হয়েছে। তবে তাঁদের অবস্থা গুরুতর। 
  • এই দুর্ঘটনায় এখনও পযন্ত ১ জনের মৃত্যু। নিখোঁজ প্রায় ২৫ থেকে ৩০ জন। তাঁদের খোঁজ করা হচ্ছে। 
  • হিমাচল প্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, বেশ কয়েকটি গাড়ি পাহাড় থেকে নীচে সুতলেজ নদীতে পড়ে গিয়েছে। সেই সব গাড়িগুলি উদ্ধারের চেষ্টা চলছে 

আরও পড়ুন : West Bengal News Live : মা ফ্লাইওভারের পিলারে ধাক্কা বাসের, আহত ১১

Advertisement

কিন্নোর জেলার চোরা সংলগ্ন জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। সেই রাস্তা দিয়েই যাত্রী বোঝাই বাস-সহ আরও কয়েকটি গাড়ি যাচ্ছিল। হঠাৎই ভূমিধস শুরু হয়। যার জেরে বাস ও কয়েকটি গাড়ি আটকে পড়ে। ঘটনার খবর চাউর হতেই স্থানীয় প্রশাসন উদ্ধারকার্য শুরু করে দেয়। ডাকা হয়, সেনা ও NDRF। তারা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য শুরু করে। 

হিমাচলপ্রদেশে ভূমিধস

যাত্রীবোঝাই বাসটি কিন্নোর থেকে সিমলা যাচ্ছিল। তখনই ভূমিধসের জেরে এই দুর্ঘটনা। এদিকে উদ্ধারকার্যে নেমেও অসুবিধেয় পড়তে হয়েছে NDRF-কে। কারণ, এখনও পাহাড় থেকে পাথর পড়ছে। উদ্ধারকার্যে নেমে উদ্ধার করা হয়েছে বাসের চালক ও কন্ডাক্টারে। তাঁরা ২ জনেই আহত। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

   PM @narendramodi spoke to Himachal Pradesh CM @jairamthakurbjp regarding the situation in the wake of the landslide in Kinnaur. PM assured all possible support in the ongoing rescue operations.

আরও পড়ুন :  'জিতবে ত্রিপুরা', কয়েকদিনের মধ্যেই TMC-র স্লোগান পরিবর্তনের কারণ কী ?

গোটা ঘটনার ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, একের পর এক পাথর রাস্তার উপর পড়ছে। আর তার জেরে বাস-সহ একাধিক গাড়ি আটকে পড়েছে। হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, ঘটনা সম্পর্কে তিনি অবহিত। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। তিনি নিজে খোঁজখবর নিচ্ছেন। প্রসঙ্গত, হিমাচলের এই জেলায় প্রায় ভূমিধস হয়। গতমাসেই এখানে একাধিক জনের মৃত্যু হয়েছিল। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement