Advertisement

'সদ্দামের মতো দাড়ি...', রাহুলকে কটাক্ষ হিমন্তের, পাল্টা দিলেন অলকাও

হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দিগ্বিজয় সিং (Digvijay Singh) বলেন, 'ইনি সেই ব্যক্তি, যিনি কংগ্রেস নেতাদের পা ধরতেন। তাঁর লজ্জা হওয়া উচিত। আজ তিনি যা হয়েছেন, তা কংগ্রেসের জন্যই হয়েছেন।' 

রাহুল গান্ধীরাহুল গান্ধী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Nov 2022,
  • अपडेटेड 8:39 AM IST
  • দাড়ি নিয়ে রাহুলকে কটাক্ষ হিমন্তের
  • পাল্টা সমালোচনায় সরব কংগ্রেস

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিয়ে বিতর্কিত মন্তব্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আর সেই মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া কংগ্রসের। সাদ্দাম হুসেনের (Saddam Hussein)  সঙ্গে রাহুল গান্ধীর দাড়ির তুলনা করেন হিমন্ত বিশ্ব শর্মা। গুজরাতে একটি ব়্যালিতে অংশ নিয়ে হিমন্ত কটাক্ষ করেন, 'আপনার দাড়ি সাদ্দাম হুসেনের মতো হয়ে যাচ্ছে কেন?'  

হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে কংগ্রেস। দিগ্বিজয় সিং (Digvijay Singh) বলেন, 'ইনি সেই ব্যক্তি, যিনি কংগ্রেস নেতাদের পা ধরতেন। তাঁর লজ্জা হওয়া উচিত। আজ তিনি যা হয়েছেন, তা কংগ্রেসের জন্যই হয়েছেন।' 

যা বলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত গুজরাতে হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) বলেছিলেন, 'রাহুল গান্ধী আপনার মুখ এমন হওয়া উচিত যেখানে মানুষ গান্ধীজিকে দেখতে পান, সর্দার পটেলকে দেখতে পান, কিন্তু এমনটা হওয়া উচিত নয় যেখানে সাদ্দাম হুসেনকে দেখা যায়।'

আরও পড়ুন

কংগ্রেস নেতা সন্দীপ দিক্ষিত (Sandeep Dikshit) বলেন, 'বিজেপির ওপর হাসতে ইচ্ছা হয়। কখনও ভাবিনি তারা এতটা নিচে নেমে যাবে। ভারত জোড়ো যাত্রায় তাদের ঘুন উড়ে গিয়েছে। তাদের নেতারও সম্প্রতি দাড়ি বাড়িয়েছিলেন। কিন্তু আমরা তা নিয়ে কিছু বলিনি। আমরা এই বিষয়ে কথা বলবো।' 

অলকা লম্বা দিলেন কড়া জবাব
হিমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেত্রী অলকা লাম্বাও (Alka Lamba)। তিনি বলেন, এটি ভাল যে হিমন্ত বিশ্ব শর্মা যখন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তখন রাহুল হিমন্তের চেয়ে নিজের অনুগত কুকুরটিকে বেশি পছন্দ করেন। 

প্রসঙ্গত, বিগত ২ মাসেরও বেশি সময় ধরে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছেন রাহুল গান্ধী। বর্তমানে মধ্যপ্রদেশে চলছে এই যাত্রা। সেই সময়ই রাহুলের মুখে বড়া দাড়ি দেখা যায়। 


 

Read more!
Advertisement
Advertisement