Advertisement

অসমের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন হিমন্ত বিশ্বশর্মা

সর্বানন্দ সোনাওয়াল নন। অসমে বিজেপির নব-নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী পদে বসবেন হিমন্ত বিশ্বশর্মা। আজ, বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির

Himant
Aajtak Bangla
  • অসম ,
  • 09 May 2021,
  • अपडेटेड 2:51 PM IST
  • অসমের নয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
  • আজ বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়
  • এর আগে সেরাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সর্বানন্দ সোনোওয়াল

সর্বানন্দ সোনাওয়াল নন। অসমে বিজেপির নব-নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী পদে বসবেন হিমন্ত বিশ্বশর্মা। আজ, বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির। 

আজ বিজেপির তরফে পরিষদীয় দলের নেতা করা হয় হিমন্তকে। তাঁকে পরিষদীয় দলের নেতা করার প্রস্তাব দেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল ও বিজেপির বিধায়ক নন্দীতা গারলোসা।

এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয়  নেতা নরেন্দ্র সিং তোমার ও দলের সাধারণ সম্পাদর অরুণ সিং। অসম বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা বৈজন্ত পাণ্ডাও বৈঠকে অংশ নেন। 

আরও পড়ুন : 'ওষুধে করছাড় দিন', প্রধানমন্ত্রীকে ফের চিঠি মমতার

অসমে বিজেপির জয়ের পর জল্পনা শুরু হয়, কে হবেন রাজ্যের মুখ্যয়মন্ত্রী? হিমন্ত ও সর্বানন্দকে দিল্লিতে ডেকে পাঠায় কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁদের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ ও জেপি নাড্ডা।  সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, হিমন্তকে মুখ্যমন্ত্রীর আসনে বসানো হবে। 

প্রসঙ্গত, একুশের অসম বিধানসভার নির্বাচনে ১২৬ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৬০টি আসন। শরিকদের নিয়ে সরকার গঠন করতে চলেছে এনডিএ। 

২০১৬ বিধানসভা ভোটে সর্বানন্দ সোনোওয়ালকে মুখ্যমন্ত্রীর মুখ করে ভোটের প্রচারে নামে বিজেপি। ক্ষমতাতেও আসে তারা। তবে ২০২১-এর বিধানসভা ভোটের আগে বিভিন্ন সমীক্ষা থেকে জানা যায়, সর্বানন্দর থেকে জনপ্রিয়তায় এগিয়ে হিমন্ত। রাজনৈতিক শিবিরের একাংশের মতে, জনমতকে গুরুত্ব দিয়েই হিমন্তকে মুখ্যমন্ত্রী করছেন শাহ-মোদীরা। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement