বয়সজনিত অসুস্থতা নিয়ে বুধবার আমেদাবাদের ইউএম মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা শতায়ু হীরাবেন মোদীকে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এই ‘কঠিন সময়ে’ প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
হিন্দিতে টুইট করে রাহুল বলেছেন, মা ও ছেলের ভালোবাসা চিরন্তন ও অমূল্য। মোদীজি, এই কঠিন সময়ে আমি আপনাকে আমার ভালবাসা এবং সমর্থন জানাই। আশা করি আপনার মা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
শুধু রাহুল গান্ধী নন, হীরাবেন মোদীর দ্রুত আরোগ্য় কামনা করেছেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও। হিন্দিতে টুইট করে খাড়্গে বলেছেন, আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের সুস্বাস্থ্য কামনা করছি। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
আরও পড়ুন-PM Modi Mother : অসুস্থ মা-কে দেখতে আহমেদাবাদে PM মোদী, যাবেন হাসপাতালে
বুধবার সকালে আচমকা শারীরিক অবস্থার অবনতি হয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীর। আচমকা শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। এরপরই তড়িঘড়ি তাঁকে আমেদাবাদের ইউএম মেহতা হাসপাতালের কার্ডিওলজি রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। হীরাবেন মোদীকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
एक मां और बेटे के बीच का प्यार अनन्त और अनमोल होता है।
मोदी जी, इस कठिन समय में मेरा प्यार और समर्थन आपके साथ है। मैं आशा करता हूं आपकी माताजी जल्द से जल्द स्वस्थ हो जाएं।
অসুস্থ মাকে দেখতে গুজরাত পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই তাঁকে দেখতে হাসপাতাল চত্বরে পৌঁছে গিয়েছেন গুজরাত বিজেপির নেতাকর্মীরাও। গুজরাত প্রশাসন সূত্রে খবর, বিমানবন্দরে নেমেই আমদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে পৌঁছন মোদী।
হাসপাতালের তরফে বুধবার একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, হীরাবেনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।
এদিকে, মঙ্গলবারই দুর্ঘটনার কবলে পড়েছিল প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদীর গাড়ি। কর্নাটকের মাইসুরুতে দুর্ঘটনা হয়। গাড়িতে প্রহ্লাদ ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী, পুত্র,পুত্রবধূ এবং নাতি। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের।
আরও পড়ুন-ন্যাজাল না ইঞ্জেকশন, কোন COVID-টিকা বেশি কার্যকর? গবেষণার রিপোর্ট