Advertisement

এবার মহারাষ্ট্রেও 'I Love Muhammad' লেখা নিয়ে উত্তেজনা, লাঠি চালাতে হল পুলিশকে

এবার  মহারাষ্ট্রে 'I Love Muhammad' লেখা ঘিরে উত্তেজনা। রবিবার রাতে মহারাষ্ট্রের অহিল্যানগরের মিলিওয়াড়া এলাকায় একটি রঙ্গোলিতে 'I Love Muhammad' লেখা দেখা যায়। সোমবার সকালে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

Maharashtra Chaos Maharashtra Chaos
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 29 Sep 2025,
  • अपडेटेड 5:44 PM IST
  • এবার  মহারাষ্ট্রে 'I Love Muhammad' লেখা ঘিরে উত্তেজনা
  • ঝামেলা থামাতে লাঠিচার্জ করতে হল পুলিশকে

এবার  মহারাষ্ট্রে 'I Love Muhammad' লেখা ঘিরে উত্তেজনা। রবিবার রাতে মহারাষ্ট্রের অহিল্যানগরের মিলিওয়াড়া এলাকায় একটি রঙ্গোলিতে 'I Love Muhammad' লেখা দেখা যায়। সোমবার সকালে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপর পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। 

পুলিশ সূত্রে খবর, কে রঙ্গোলিতে  'I Love Muhammad' লিখেছিল তা প্রথমে জানা যায়নি। তবে সকালে শনাক্ত করা হয়। তাকে গ্রেফতারও করা হয়েছে। 

এদিন সকালে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্র মুসলিম সম্প্রদায়ের লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। পুলিশ আসে ঘটনাস্থলে। তখন পুলিশকর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। তারপর পুলিশের তরফেও লাঠিচার্জ করা হয়। মুসলিম সম্প্রদায়ের সদস্যরা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে। বিক্ষোভকারীরা সন্তুষ্ট না হয়ে তোফখানা থানা এলাকার অন্তর্গত কোটলায় বিক্ষোভ শুরু করে।

অহিল্যানগর পুলিশ এই ঘটনায় এফআইআর দায়ের করেছে এবং ৩০ জনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে কে বা কারা পাথর ছুড়ল ও আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতে তুলে নিল তার তদন্ত চলছে। ওই এলাকায় যাতে আর অশান্তি না ছড়ায় সেজন্য পুলিশ পিকেটও বসানো হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। দোষীদের গ্রেফতার করা হবে। প্রধান অভিযুক্তকে পাকড়াও করেছেন তদন্তকারীরা। কে বা কারা প্ররোচনা দিয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। 

গত ৯ সেপ্টেম্বর উত্তরপ্রদেশে কানপুরে 'I Love Muhammad' লেখা পোস্টার ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। তারপর থেকে ওই পোস্টার ঘিরে দেশের একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটে। হিন্দু সংগঠনগুলির তরফে মুসলিম সংগঠনগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। উত্তরপ্রদেশের একাধিক জায়গাতে বিক্ষোভ চলে। তাঁর আঁচ পড়ে উত্তরাখণ্ড ও হায়দরাবাদে। যদিও সেই সব রাজ্যের হিংসা কবলিত এলাকা এখন শান্ত। তবে তার মধ্যেই নতুন করে বিতর্কের জন্ম দিল মহারাষ্ট্র। 

 

Read more!
Advertisement
Advertisement