Advertisement

IMD On Super Cyclone: 'গুজবে কান দেবেন না,' কালীপুজোয় সুপার সাইক্লোন নিয়ে মৌসম ভবন যা বলল...

কীভাবে ছড়াল এই গুজব? জানা গিয়েছে, কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক পূর্বাভাস করেছিলেন, ভারত মহাসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তা পরিণত হবে সুপার সাইক্লোনে। ওই সাইক্লোনের নাম সিত্রাং দিয়েছিলেন তিনি। 

সুপার সাইক্লোন গুজব বলল মৌসম ভবন। সুপার সাইক্লোন গুজব বলল মৌসম ভবন।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 Oct 2022,
  • अपडेटेड 2:25 PM IST
  • সুপার সাইক্লোনের খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে।
  • 'গুজব' বলে উড়িয়ে দিল মৌসম ভবন।

কালীপুজোর সময় বাংলায় আছড়ে পড়বে সুপার সাইক্লোন সিত্রাং। বিভিন্ন সংবাদ মাধ্যম বেসরকারি সংস্থার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে এমন দাবি করেছিল। তেমন পূর্বাভাস 'গুজব' বলে উড়িয়ে দিল মৌসম ভবন। তারা জানাল, বঙ্গোপসাগরে ১৮ অক্টোবর কোনও সুপারসাইক্লোন তৈরি হচ্ছে না। এই ধরনের কোনও সতর্কতা জারিও করা হয়নি। 

একটি সংবাদ মাধ্যমে মৌসম ভবনের অধিকর্তা এম মহাপাত্র জানান,সুপার সাইক্লোন নিয়ে কোনও ধরনের সতর্কতা জারি করা হয়নি। এই ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধও করেছেন তিনি। 

কীভাবে ছড়াল এই গুজব? জানা গিয়েছে, কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক পূর্বাভাস করেছিলেন, ভারত মহাসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তা পরিণত হবে সুপার সাইক্লোনে। ওই সাইক্লোনের নাম সিত্রাং দিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন

মৌসম ভবনের সিনিয়র আবহাওয়াবিদ উমাশঙ্কর দাশ বলেন,'বঙ্গোপসাগরে ১৪ থেকে ২০ অক্টোবরের মধ্যে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত। কিন্তু সব ঘূর্ণাবর্তই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয় না।'

ভুবনেশ্বরের মৌসম বিভাগ টুইট করে জানিয়েছে,'ঘূর্ণাবর্ত নিয়ে কোনও পূর্বাভাস এখনও পর্যন্ত আসেনি। গুজব থেকে দূরে থাকুন। সঠিক পূর্বাভাস দেওয়ার জন্য ২৪ ঘণ্টা আমরা লেগে রয়েছি।'  

আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ অক্টোবর আন্দামান সাগরের উপর তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তা ধীরে ধীরে এগিয়ে যাবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে। তা নিম্নচাপে পরিণত হবে ২০ অক্টোবর। তবে এখনও পর্যন্ত ভারত মহাসাগরের সুপার সাইক্লোনের কোনও খবর নেই।    

Read more!
Advertisement
Advertisement