Advertisement

ভারতের অর্থনীতিতে ফিরল গতি! চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে GDP-র হারে ২০.১ শতাংশ বৃদ্ধি

ভারতীয় অর্থনীতির থমকে যাওয়া চাকা আবার গড়ালো। ২০২১-২২ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপি পরিসংখ্যান খানিকটা স্বস্তিজনক। করোনা পরিস্থিতির মধ্যে গত দেড় বছর ধরে ঝাঁপ বন্ধ ছিল বহু ব্যবসা, বাণিজ্য, অফিসের। দেশের জিডিপি তরতর করে তলিয়ে যাচ্ছিল। সেই অবস্থা থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এবারের জিডিপি।

জিডিপি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Aug 2021,
  • अपडेटेड 8:24 AM IST
  • ২০২১-২২ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপি পরিসংখ্যান খানিকটা স্বস্তিজনক
  • প্রথমবারের মতো জিডিপি ফ্রন্টে কেন্দ্রীয় সরকারের জন্য সুখবর
  • গত বছরের একই সময়ে জিডিপি বৃদ্ধির হার ২৩.৯ শতাংশ নীচে ছিল

ভারতীয় অর্থনীতির থমকে যাওয়া চাকা আবার গড়ালো। ২০২১-২২ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপি পরিসংখ্যান খানিকটা স্বস্তিজনক। করোনা পরিস্থিতির মধ্যে গত দেড় বছর ধরে ঝাঁপ বন্ধ ছিল বহু ব্যবসা, বাণিজ্য, অফিসের। দেশের জিডিপি তরতর করে তলিয়ে যাচ্ছিল। সেই অবস্থা থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে এবারের জিডিপি। প্রথমবারের মতো জিডিপি ফ্রন্টে কেন্দ্রীয় সরকারের জন্য সুখবর।

GDP-র নিয়ে সুখবর

কেন্দ্র সরকার চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিক জিডিপির ফলাফল প্রকাশ করেছে। দেশের উৎপাদনের (GDP) বৃদ্ধির হার ২০.১  শতাংশ হয়েছে। গত বছরের একই সময়ে জিডিপি বৃদ্ধির হার ২৩.৯ শতাংশ নীচে ছিল। যে কোন দেশের অর্থনৈতিক অগ্রগতি কতটা উন্নতি হচ্ছে তা পরিমাপের সঠিক পরিমাপই হল জিডিপি।

RBI-র অনুমানের চেয়ে কিছুটা কম GDP

এর আগে ভারতীয় স্টেট ব্যাঙ্কের ইকোরাপ রিসার্চ রিপোর্টে অনুমান করা হয়েছিল, চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে দেশের জিডিপি ১৮.৫ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে। এরপর রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০২১-এর এপ্রিল-জুন মাসে জিডিপি ২১.৪  শতাংশ বাড়তে বলে অনুমান করে। কিন্তু তা না হলেও জিডিপি হার অনেকটাই আশানুরূপ। জিডিপিতে দ্রুত গতি পাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের অর্থনীতি আবার চাঙ্গা হচ্ছে সেই লক্ষণই দেখা যাচ্ছে।

করোনার কারণে অর্থনীতিতে বড় ধাক্কা

করোনা মহামারির কারণে ভারতীয় অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ২০২০-২১ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপিতে ২৩.৯ শতাংশের ব্যাপক পতনের মুখোমুখি হয়েছিল। এরপর দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি ৭.৫ শতাংশ হ্রাস পেয়েছে। তৃতীয় ত্রৈমাসিকে তা ছিল ০.৪ শতাংশ। চতুর্থ ত্রৈমাসিকে জানুয়ারি-মার্চে জিডিপি বৃদ্ধির হার ১.৬ শতাংশ রেকর্ড হয়। এভাবেই ২০২০-২১ অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার ছিল -৭.৩ শতাংশ।

GDP কী?

Advertisement

গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (GDP) হল একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও দেশের ভূখণ্ডে উৎপাদিত সকল পণ্য ও পরিষেবার মোট আর্থিক বা বাজার মূল্য। এটি একটি দেশের অভ্যন্তরীণ উৎপাদনের পরিমাপ। দেশের অর্থনীতি কতটা উন্নতি করছে তা পরিমাপ করে। সাধারণত বার্ষিক গণনা করা হয়, কিন্তু ভারতে এটি প্রতি তিন মাসে অর্থাৎ ত্রৈমাসিক গণনা করা হয়। কয়েক বছর আগে, শিক্ষা, ব্যাঙ্কিং, স্বাস্থ্য এবং কম্পিউটারের মতো বিভিন্ন পরিষেবাও পরিষেবা খাতে যুক্ত হয়েছে।
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement