S-400 India Sudarshan Chakra Air Defense: পাকিস্তান ৮টি মিসাইল ও ৩টি ড্রোন নিয়ে ভারতীয় ভূখণ্ডে হামলা চালানোর চেষ্টা করে। জম্মু, উধমপুর, রাজস্থানের জয়সলমীরসহ মোট ১৫টি সামরিক স্থাপনা লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়। ভারত এই হামলাকে প্রতিহত করতে ব্যবহার করে রাশিয়া থেকে আমদানিকৃত অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম, যার নামকরণ হয়েছে ‘সুদর্শন চক্র’।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রক নিশ্চিত করেছে, পাকিস্তানের মিসাইল ও ড্রোনগুলিকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং ভারতের কোনো সামরিক বা বেসামরিক স্থাপনার ক্ষতি হয়নি। পাল্টা জবাব হিসেবে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের লাহোরে অবস্থিত একটি এয়ার ডিফেন্স রাডার সিস্টেম ধ্বংস করে।
S-400 সিস্টেম ৬০০ কিমি পর্যন্ত শত্রু লক্ষ্য শনাক্ত করতে এবং ধ্বংস করতে সক্ষম। এতে রয়েছে বহুস্তরবিশিষ্ট রাডার, লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র এবং রিয়েল-টাইম ট্র্যাকিং ক্ষমতা। এই সফল প্রতিরক্ষা কৌশলের মাধ্যমে আবারও প্রমাণিত হল যে, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা যেকোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।