ভারত যা কিছু হাসিল করেছে তার পিছনে রয়েছে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির ক্ষমতা। শনিবার ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৩-র দ্বিতীয় তথা শেষ দিনে একথাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন,'আমার ভালো লেগেছে এই অনুষ্ঠানের থিম 'ইন্ডিয়া মোমেন্ট'। দুনিয়াজুড়ে লোকে এক সুরে বলছে, এটা ভারতের সময়। ইন্ডিয়া টুডে গ্রুপ যখন একথা বলছে তখন সেটা এক্সট্রা স্পেশাল।'
এ দিন মোদী বলেন,'আমাদের সরকার সংবেদনশীল। নইলে করোনার বিরুদ্ধে লড়াই জিততে পারতাম না। ভারত যা কিছু হাসিল করেছে তার পিছনে রয়েছে গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির শক্তি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিচ্ছে। দুনিয়া দেখছে,গণতন্ত্র কী করতে পারে। মানুষের অংশীদারিত্ব বাড়ছে। একাধিক নির্বাচন সাফল্যের সঙ্গে হয়েছে। এটা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির শক্তি।'
মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক ব্য়াঙ্ক সংকটে। তবে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। তিনি মনে করিয়ে দিয়েছেন,'বৈশ্বিক সংকটের মধ্যেও এ দেশের অর্থনীতি মজবুত। ব্যাঙ্কিং পরিকাঠামোও শক্তিশালী। সেজন্য কয়েকজনের খারাপ লাগছে। তাই আমায় আক্রমণ করছে। প্রতিকূলতার মধ্যে নিজের লক্ষ্যপূরণ করবে ভারত।'
প্রধানমন্ত্রীর কথায়,'গোটা বিশ্ব মেনে নিয়েছে, এটা ভারতের সময়। নতুন ইতিহাস তৈরি হচ্ছে। করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়টা চ্যালেঞ্জিং ছিল। এখন ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ। বিশ্বে ভারতের প্রতি বিশ্বাস বেড়েছে। ভারত দ্রুত উন্নতির অর্থনীতির দেশে পরিণত হয়েছে। ২০২৩ সালে ঐতিহাসিক বাজেট পেশ হয়েছে। বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে ভারতের খাবার। এখন বিশ্বে একটা প্রথা শুরু হয়েছে, ভারত থেকে চুরি হওয়া মূর্তিগুলি আমাদের ফেরত দেওয়া হচ্ছে। কারণ তাদের বিশ্বাস, ওই মূর্তিগুলি যথাযথ সম্মান পাবে।'