Advertisement

India Today Conclave Mumbai 2025: 'সার্জিক্যাল স্ট্রাইক', রাহুলের মতো 'ভোট চুরি' ফাঁসের হুঁশিয়ারি আদিত্য ঠাকরের

একের পর এক ভোটে ব্যাপক কারচুপি হচ্ছে বলে অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাঁত করে ভোট চুরি করছে বিজেপি।

আদিত্য ঠাকরেআদিত্য ঠাকরে
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Sep 2025,
  • अपडेटेड 2:18 PM IST
  • ভোট চুরির অভিযোগ করেছিলেন রাহুল গান্ধী।
  • সেই সুরই আদিত্য ঠাকরের গলায়।

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে'ভোট চুরি'র অভিযোগে ইতিমধ্যেই সরব হয়েছেন রাহুল গান্ধী। সেই কথাই শোনা গেল উদ্ধবপুত্র আদিত্য ঠাকরের মুখে। বৃহস্পতিবার মুম্বইয়ে ইন্ডিয়া টুডে কনক্লেভে তিনি দাবি করলেন, মহারাষ্ট্র ভোটে নির্বাচন কমিশনের বেনিয়ম শিগগিরই ফাঁস করবেন। কবে ফাঁস করবেন? নির্দিষ্ট সময় জানানি আদিত্য। তাঁর কথায়,'সার্জিকাল স্ট্রাইকের সময় বলতে পারব না'।

এ দিন আদিত্য জানান,'গত বছর আচমকা ভোটার সংখ্যা বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছি। নিখোঁজ ভোটার এবং বুথের মধ্যে অব্যবস্থাপনার কথাও জানিয়েছিলাম। সাংবাদিক বৈঠক করে পুরোটা বলব'।   

একের পর এক ভোটে ব্যাপক কারচুপি হচ্ছে বলে অভিযোগ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাঁত করে ভোট চুরি করছে বিজেপি। এ নিয়ে সাংবাদিক বৈঠকও করেছেন সনিয়া-তনয়। একের পর এক নথি দিয়ে রাহুলের দাবি, কর্নাটকে ভোটারদের নাম কাটা হয়েছে। আবার মহারাষ্ট্রে বেড়েছে ভূতুড়ে ভোটার। 

সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন রাহুল গান্ধী। দিয়েছেন 'হাইড্রোজেন বোমা' ফাটানোর হুঁশিয়ারি। তাঁর অভিযোগ, ২০২৪ সালে লোকসভা নির্বাচনে ভোট চুরিতে জড়িত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

রাজনীতিতে 'নেপো কিড' কটাক্ষেরও জবাব দিয়েছেন আদিত্য ঠাকরে। তিনি বলেন,'নিজের বংশ পরিচয় নিয়ে আমি গর্বিত। ঠাকুরদার নাতি হতে পেরে গর্ববোধ করি। আমার রক্তে এই পরিবার। এই পেশাতেই কোটি কোটি মানুষের জীবন প্রভাবিত করতে পারি'।

বিজেপির হিন্দুত্বের সমালোচনাও শোনা গিয়েছে আদিত্য ঠাকরের মুখে। তিনি বলেন,'বিজেপি সঙ্গে থাকলে হিন্দুত্বে আছি, আর কংগ্রেসের সঙ্গে জোটে নেই? উদ্ধব ঠাকরে তিনবার অযোধ্যায় গিয়েছেন। আমাদের দেশপ্রেম এবং হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়ার বিজেপি কে? আমি বিজেপির হিন্দুত্বের সঙ্গে সহমত নই। খাবারের জন্য কাউকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে!আমি হিন্দু। একজন গর্বিত হিন্দু। বিজেপি আমাকে সার্টিফিকেট দিতে পারে না'।

Advertisement
Read more!
Advertisement
Advertisement