Advertisement

আমেরিকায় পাকিস্তানের পর্দাফাঁস করবেন থারুর, মুসলিম দেশগুলিকে বোঝাবেন রবিশঙ্কর

প্রকাশ্যে জঙ্গি কার্যকলাপে পড়শি দেশের মদত দেওয়ার বিষয়টি বিশ্বের সামনে পর্দাফাঁস করতে উদ্যোগী নয়াদিল্লি। এই ইস্যুতে একজোট হয়েছে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি। ৭ জনের সর্বদলীয় প্রতিনিধি দলকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছে মোদী সরকার। কোন সাংসদের কাঁধে কোন দেশকে বোঝানোর দায়িত্ব পড়ল?

Indian Delegation To Expose Pakistan Indian Delegation To Expose Pakistan
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 May 2025,
  • अपडेटेड 3:47 PM IST
  • ৭ জনের সর্বদলীয় প্রতিনিধি দলকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছে মোদী সরকার
  • রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন দল যাবে মুসলিম দেশগুলিতে
  • আমেরিকায় পাকিস্তানের পর্দাফাঁস করবেন থারুর

'অপারেশন সিঁদুর'-এর মাধ্যমে পাকিস্তানের মাজা ভেঙে দিয়েছে ভারত। এবার প্রকাশ্যে জঙ্গি কার্যকলাপে পড়শি দেশের মদত দেওয়ার বিষয়টি বিশ্বের সামনে পর্দাফাঁস করতে উদ্যোগী নয়াদিল্লি। আর এই ইস্যুতে একজোট হয়েছে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলি। ৭ জনের সর্বদলীয় প্রতিনিধি দলকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠাচ্ছে মোদী সরকার। কোন সাংসদের কাঁধে কোন দেশকে বোঝানোর দায়িত্ব পড়ল? 

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে জানিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভারত এককাট্টা। ৭ সর্বদলীয় প্রতিনিধিদের নিয়ে তৈরি একটি দল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতি বোঝাতে নানা দেশে বার্তা পৌঁছে দেবেন। এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে নেওয়া একটি সিদ্ধান্ত। রাষ্ট্রীয় একতার শক্তিশালী প্রতীক হবে এই টিম, এমনটাই মনে করছেন কেন্দ্রীয় মন্ত্রী। 

কোন কোন নেতা রয়েছেন এই টিমে?
রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতে যাবেন এই টিমের প্রতিনিধিরা। চলতি মাসের শেষেই শুরু হবে সফর। প্রতিনিধিদের তালিকায় রয়েছেন শশী থারুর (কংগ্রেস), রবিশঙ্কর প্রসাদ (BJP), সঞ্জয় কুমার ঝাঁ (JDU), বৈজয়ন্ত পাণ্ডা (BJP), কনিমোই করুণানিধি (DMK), সুপ্রিয়া সুলে (শরদ পাওয়ারের NCP) এবং শ্রীকান্ত শিন্ডে (শিবসেনা)। 

কী করবে এই প্রতিনিধি টিম? 
ভারত সরকারের উদ্দেশ্য একটাই। প্রতিনিধি দলের মাধ্যমে বিশ্বের দেশগুলিকে স্পষ্ট বার্তা দেওয়া, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত 'জিরো টলারেন্স' নীতি নিয়ে চলবে। এই টিম তৈরি হয়েছে রাজনৈতিক দলমত নির্বিশেষে। ফলে স্পষ্ট হচ্ছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত এককাট্টা। 

কোন কোন দেশে হবে সফর?
সূত্রের খবর, এই প্রতিনিধি দল যাবে আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশগুলিতে। ২৩ মে থেকে শুরু হবে এই সফর। চলবে ১০ দিন।

রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন দল যাবে সৌদি আরব, কুয়েত, বাহারিন এবং আলজিরিয়া। সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন টিম যাবে ওমান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং ইজিপ্টে। সঞ্জয় ঝাঁয়ের নেতৃত্বাধীন দল পৌঁছবে জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। শশী থারুরের নেতৃত্বাধীন টিম যাবে আমেরিকায়। ৭ সাংসদের নেতৃত্বাধীন এই প্রতিনিধি টিমে থাকবেন অনুরাগ ঠাকুর, অপরাজিতা সারঙ্গি, মণীশ তিওয়ারি, আসাদউদ্দিন ওয়াইসি, অমর সিং, রাজীব প্রতাব রুডি, শমীক ভট্টাচার্য, ব্রিজ লাল, সরফরাজ আমেদ, প্রিয়াঙ্কা চতুর্বেদী, বিক্রমজিৎ সহানি, সম্বিত পাত্র এবং ভুবনেশ্বর কালিতা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা সলমান খুরশিদের নামও অন্তর্ভূক্ত করা হয়েছে এই প্রতিনিধি দলে। 

Advertisement

তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রস্তাব দেওয়া হলেও খারিজ করেছেন তিনি। জানিয়েছেন, স্বাস্থ্য সম্পর্কিত কারণে তিনি এই প্রতিনিধি দলে থাকতে পারছেন না। 
 
 

 

Read more!
Advertisement
Advertisement