Advertisement

Indian Citizenship : ভারতে নাগরিকত্ব পাওয়া ৮৭ শতাংশই পাকিস্তানের: RTI

Indian Citizenship: ভারতের নাগরিকত্ব নিয়ে বড়সড় তথ্য সামনে এল। গত পাঁচ বছরে, ৮৭ শতাংশ আবেদনকারী, যাঁরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন, তাঁরা পাকিস্তান থেকে এসেছেন। ইন্ডিয়া টুডে-র দায়ের করা তথ্যের অধিকার (আরটিআই) প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এমনই জানিয়েছে।

ভারতীয় নাগরিকত্ব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য (প্রতীকী ছবি)ভারতীয় নাগরিকত্ব নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য (প্রতীকী ছবি)
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 30 May 2022,
  • अपडेटेड 4:02 PM IST
  • ভারতের নাগরিকত্ব নিয়ে বড়সড় তথ্য সামনে এল
  • গত পাঁচ বছরে, ৮৭ শতাংশ আবেদনকারী, যাঁরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন, তাঁরা পাকিস্তান থেকে এসেছেন
  • ইন্ডিয়া টুডে-র দায়ের করা তথ্যের অধিকার (আরটিআই) প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এমনই জানিয়েছে

Indian Citizenship: ভারতের নাগরিকত্ব নিয়ে বড়সড় তথ্য সামনে এল। গত পাঁচ বছরে, ৮৭ শতাংশ আবেদনকারী, যাঁরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন, তাঁরা পাকিস্তান থেকে এসেছেন। ইন্ডিয়া টুডে-র দায়ের করা তথ্যের অধিকার (আরটিআই) প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এমনই জানিয়েছে।

গত পাঁচ বছরে, ৫,২২০ জন বিদেশীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে ৪,৫৫২ (৮৭ শতাংশ) নতুন নাগরিক পাকিস্তানের নাগরিক।

স্বরাষ্ট্রমন্ত্রক যা জানাচ্ছে
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের তথ্য অনুসারে, গত পাঁচ বছরে, ছয় লাখেরও বেশি ভারতীয় তাঁদের নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। তিনি গত বছরের নভেম্বরে লোকসভায় জানিয়েছিলেন। নিত্যানন্দ রাই লোকসভায় জানিয়েছেন যে গত পাঁচ বছরে, ২০১৭ থেকে ২০২১ (সেপ্টেম্বরের ১০ তরিখ) সাল পর্যন্ত ৬,০৮,১৬২ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন।

আরও পড়ুন

ইন্ডিয়া টুডে-এর RTI-এর জবাবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে ৫২২০ জন বিদেশীকে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছিল।

ভারতের নাগরিকত্ব যাঁরা ছাড়ছেন
গড়ে প্রতি বছর ১,২১,৬৩২ জন ভারতীয় নাগরিকত্ব ছেড়েছেন। কিন্তু গত পাঁচ বছরে গড়ে মাত্র ১০৪৪ জন ভারতীয় নাগরিকত্ব নিয়েছেন। এর মানে মোট গ্রহণ মোট ব্রেন ড্রেনের প্রায় ১ শতাংশ।

মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকত্ব ত্যাগের আবেদনের ৪০ শতাংশের বেশি। তারপর অস্ট্রেলিয়া এবং কানাডা। যা এই ধরনের অনুরোধগুলির প্রায় ৩০ শতাংশ।

দেশ ছেড়ে যেখানে যেতে চান
ভারতীয়দের জন্য শীর্ষ গন্তব্য হল মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব। বিপরীত মাইগ্রেশনও ঘটছে। তবে খুব কম, মাইক্রোস্কোপিক স্তরে। গত ৫ বছরে মাত্র ৭১ জন আমেরিকান নাগরিক ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন। বিপরীতে, শীর্ষ তিনটি দেশ যাদের অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব পেয়েছে তারা হল পাকিস্তান (৮৭%), আফগানিস্তান (৮%) এবং বাংলাদেশ (২%)।

Advertisement

গত পাঁচ বছরে, মাত্র ২০২১ জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছে। কয়েক হাজার আবেদন জমা পড়েছিল। এই বছর, ১,৭৪৫ জনের ভারতীয় নাগরিকত্ব মঞ্জুর করা হয়েছে। যার মধ্যে ১৫৮০ জন আবেদনকারী পাকিস্তানের ছিলেন।

 

Read more!
Advertisement
Advertisement