Advertisement

নৈনিতালে খাদে পড়ল গাড়ি, চালককে বাঁচালেন মহম্মদ শামি; ভিডিও ভাইরাল

এদিন শামি নিজেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন একটি ঘটনা। যার পর তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। কী হয়েছে বিষয়টি বিস্তািরত জেনে নিই আসুন।

নৈনিতালে খাদে পড়ল গাড়ি, চালককে বাঁচালেন মহম্মদ শামি; ভিডিও ভাইরাল
Aajtak Bangla
  • নৈনিতাল,
  • 26 Nov 2023,
  • अपडेटेड 2:03 AM IST

গোটা বিশ্বকাপে দুর্দান্ত খেলেছেন। বিশ্বকাপে শেষও করেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে। দেশকে ফাইনালে তুলেও শেষরক্ষা হয়নি। তবে তার জন্য অবশ্য কেউ তাঁকে দোষারোপ করেননি। বরং প্রশংসাই জুটেছে কপালে। মহম্মদ শামিকে শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর নামে উত্তরপ্রদেশে স্টেডিয়াম তৈরি করার ঘোষণা করেছেন মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতীয় দল আপাতত অস্ট্রেলিয়ার সঙ্গে টি২০তে খেলছে দেশের মাটিতে। দলের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে তাঁকেও বিশ্রাম দেওয়া হয়েছে। আপাতত তিনি নিজের মতো করে ছুটি কাটাচ্ছেন। এমন সময় ঘটে গেল একটা ঘটনা।

এদিন শামি নিজেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন একটি ঘটনা। যার পর তাঁকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। কী হয়েছে বিষয়টি বিস্তািরত জেনে নিই আসুন।

শামি যে পোস্ট করেছেন তাতে বোঝা যাচ্ছে তিনি নৈনিতালে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তাঁর গাড়ির সামনে কোনও গাড়ি যাচ্ছিল, যেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সেটি দেখে শামি নিজের গাড়ি থেকে নেমে চালককে গাড়ি থেকে বের করে আনেন। কোনও মতে বেঁচে গিয়েছেন চালক। কপালগুণে বলা যায়। এ কথা শামি নিজেও বলেছেন তাঁর পোস্টে। শামি বলেন, চালক দ্বিতীয় জীবন পেয়েছেন।

যা পোস্ট করার পর অনেকে বলছেন, শামি ভাইকে প্রথমবার দেখলাম উইকেট বাঁচাতে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement