Advertisement

নজির! নববধূকে ১১ লাখের গাড়ি উপহার শাশুড়ির, 'পণ' নিলেন ১ টাকা

মেয়ের বাড়ির থেকে মোটা টাকা যৌতুক চেয়ে বসে পাত্রপক্ষ। এতদিন পর্যন্ত এটাই দেখে এসেছি আমরা। তবে এক্ষেত্রে যা হল তা সত্যিই মনে রাখার মতো। নববধূর বাড়ি থেকে যৌতুক হিসেবে মাত্র ১ টাকা নিল পাত্রপক্ষ। আর নববধূকে আস্ত গাড়ি উপহার দিলেন খোদ শাশুড়ি। ঘটনা রাজস্থানের ঝুনঝুনের।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • রাজস্থান ,
  • 08 Feb 2022,
  • अपडेटेड 6:02 PM IST
  • মেয়ের বাড়ির থেকে মোটা টাকা যৌতুক চেয়ে বসে পাত্রপক্ষ
  • এতদিন পর্যন্ত এটাই দেখে এসেছি আমরা
  • তবে এক্ষেত্রে যা হল তা সত্যিই মনে রাখার মতো

এ যেন নজিরবিহীন ঘটনা। মেয়ের বাড়ির থেকে মোটা টাকা যৌতুক চেয়ে বসে পাত্রপক্ষ। এতদিন পর্যন্ত এটাই দেখে এসেছি আমরা। তবে এক্ষেত্রে যা হল তা সত্যিই মনে রাখার মতো। নববধূর বাড়ি থেকে যৌতুক হিসেবে মাত্র ১ টাকা নিল পাত্রপক্ষ। আর নববধূকে আস্ত গাড়ি উপহার দিলেন খোদ শাশুড়ি। ঘটনা রাজস্থানের ঝুনঝুনের। 

বুহানা এলাকার খান্ডওয়ায়, কৃষ্ণাদেবী নামে এক মহিলা মুখ দেখে পুত্রবধূকে ১১ লাখ টাকার একটি গাড়ি উপহার দেন। তথ্য অনুযায়ী, সিআরপিএফ-এ এসআই পদে নিয়োজিত রামকিশান যাদব তার একমাত্র ছেলে রামবীরকে ৫ ফেব্রুয়ারি আলওয়ারের খুওয়ানা গ্রামের ইশার সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর কনে ইশা যখন শ্বশুরবাড়িতে পৌঁছে, তখন শাশুড়ি কৃষ্ণা পুত্রবধূকে উপহার হিসেবে এই গাড়িটি উপহার দেন। শুধু তাই নয়, বিয়েতে যৌতুকও নেয়নি এই পরিবার। মাত্র এক টাকা ও নারকেল নেন।

আরও পড়ুন

কনে ইশা বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। অনুষ্ঠানে গাড়ি পাওয়ার পর ইশা জানান, তাঁর শাশুড়ি তাকে গাড়িটি উপহার দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি একেবারে অবাক হয়ে যান। ইশা বলেন, 'শ্বশুরবাড়িতে এত আদর পাওয়ার পর এখন মনে হচ্ছে তিনি পুত্রবধূ নয়, মেয়ে হয়ে এসেছেন।' 

রামকিশান যাদব জানান, তিনি এবং তাঁর স্ত্রী কৃষ্ণা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে তাঁদের একমাত্র ছেলের বিয়েতে তাঁরা যৌতুক নেবেন না। তিনি আরও জানান, স্ত্রী কৃষ্ণার জেদ ছিল পুত্রবধূ ইশার মুখে গাড়ি তুলে দেবেন। এ কথা তিনি কাউকে জানানওনি।

Read more!
Advertisement
Advertisement