
Sahitya Aajtak 2025: ‘সাহিত্য আজতকে’র দ্বিতীয় দিনে, মেজর ধ্যানচন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেশনে যোগ দিলেন ইতিহাসবিদ হিন্দোল সেনগুপ্ত ও বিক্রম সংগত। আর সেখানেই বড় দাবি করলেন তাঁরা। বললেন 'ভারতের ইতিহাস এখনও পর্যন্ত একবারও একজনের ভারতীয়ের নিজস্ব দৃষ্টিকোণ থেকে লেখা হয়নি।' হিন্দোলের মতে , 'ঔরঙ্গজেব কোনও ভারতীয়ের নায়ক হতে পারে না।'
বিক্রম সংগতের কথায়, ‘স্বাধীনতার পর দেশের ইতিহাসচর্চায় মার্কসবাদ ও নেহরুর প্রভাব পড়েছে। ফলে একটা বিদেশি পার্সপেকটিভ থেকে ইতিহাস লেখা হয়েছিল।’
হিন্দোলের কথায়, 'বিদেশি পার্সপেকটিভ থেকে লেখা ভারতীয় ইতিহাসের সংস্করণ না বদলে বরং আসল ভারতীয় চেতনাবোধটাই ফিরিয়ে আনা বেশি জরুরি।' তিনি আরও বলেন, 'আমরা কী করে ঐতিহ্য, সংস্কৃতি আর সাহসিকতার নজির পাওয়া যায়, সেটা ভাবি না। বরং জয়-পরাজয় নিয়েই বেশি মাথা ঘামাই।
সেশনের আলোচনায় উঠে আসে শহীদ-সংগ্রাম, অগাধ সাহস ও ইতিহাসের অবহেলিত অধ্যায়;যা সাধারণ পাঠ্যবইতে রূপায়িত হয়নি। ইতিহাস শুধু রক্তাক্ত যুদ্ধ নয়, সাংস্কৃতিক অর্জন ও মানুষের উন্নতির অনন্য গল্পও। হিন্দোল ও বিক্রম একে একে বললেন;‘ইতিহাসকে অস্ত্র বানিয়ে নিজের মতামতকে সুমিত করা যায় না।’
ইতিহাসচর্চা কি রাজনৈতিক? বিক্রমের উত্তর দেন, 'ইতিহাস একটি উৎস, তা বাদক নয়।'