Advertisement

Pakistan F-16 Shot Down By India : ভারতের বিরাট সাফল্য, পাকিস্তানের F16 যুদ্ধবিমানকে ধ্বংস করল সেনা

এবার জম্মু এয়ারপোর্টে হামলার চেষ্টা পাকিস্তানের। মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান। তবে মিসাইল গুঁড়িয়ে দিল ভারতের S-400। জম্মুর জনবহুল এলাকায় হামলার চেষ্টা করে শেহবাজ শরিফের দেশ।

F 16 F 16
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 08 May 2025,
  • अपडेटेड 10:33 PM IST
  • এবার জম্মু এয়ারপোর্টে হামলার চেষ্টা পাকিস্তানের
  • মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান

এবার জম্মু এয়ারপোর্টে হামলার চেষ্টা পাকিস্তানের। মিসাইল হামলার চেষ্টা করে পাকিস্তান। তবে মিসাইল গুঁড়িয়ে দিল ভারতের S-400। জম্মুর জনবহুল এলাকায় হামলার চেষ্টা করে শেহবাজ শরিফের দেশ। তার যোগ্য জবাব দিল ভারত। একইসঙ্গে পাকিস্তানের F 16 যুদ্ধবিমানকে ধ্বংস করল ভারতীয় সেনা। গুলি করে সেই যুদ্ধবিমানকে ভূপতিত করেছে। 

বৃহস্পতিবার সাড়ে আটটা নাগাদ জম্মু এয়ারপোর্ট লক্ষ্য করে মিসাইল ছোড়ে পাকিস্তান। আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে। জম্মুকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়। সেখানে সাইরেন বাজতে শুরু করে। আকাশেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

শেষ খবর পাওয়া পর্যন্ত জম্মুতে মোবাইল নেটওয়ার্ক কাজ করছে না। পাকিস্তান সেখানে পরপর ৮ মিসাইল ছোড়ে। তবে ভারতের S-400 সব মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। এর আগে সাম্বা সেক্টর লক্ষ্য করেও গুলি চালানো শুরু করেছিল পাকিস্তানি রেঞ্জার্স। ভারতের তরফেও জবাব দেওয়া হয়। সেখানে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি চলছে।  

এখন পাঠানকোট এয়ারওয়েজেও সাইরেন বাজছে। সেখানকার সুজনপুরে একটি ড্রোন দেখা যায়। সেনাবাহিনী ড্রোনটির উপর গুলি চালায়। ড্রোনটি নিষ্ক্রিয় করা হয়। 

গতরাতে শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, জলন্ধর, চণ্ডীগড়, লুধিয়ানা, অবন্তীপোরা, জম্মু,  ভাটিন্ডা, কাপুরথালা, আদমপুর, ভুজকেও টার্গেট করেছিল পাকিস্তান। মিসাইল হানা করে। তবে ভারতের S-400 মিসাইল ধ্বংস করে দেয়। গতকাল মধ্যরাতেও কুপওয়াড়া, বারামুলা, উরি, আখনুর এলাকায় নিয়ন্ত্রণরেখার ওপার থেকে আর্টিলারি গান থেকে গুলি ছুড়তে শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। 

Read more!
Advertisement
Advertisement