Advertisement

Javed Akhtar: 'ভোটের আগে ইসলামিক সংগঠনগুলির কাছে মাথা নত করছে মমতা সরকার,' বিস্ফোরক জাভেদ আখতার

২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। তাঁর মতে, ইসলামিক সংগঠনগুলির কাছে মাথা নত করছে পশ্চিমবঙ্গ সরকার।

জাভেদ আখতার, মমতা বন্দ্যোপাধ্যায় জাভেদ আখতার, মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 01 Sep 2025,
  • अपडेटेड 1:03 PM IST
  • ইসলামিক সংগঠনের কাছে মাথা নত করছে মমতার সরকার
  • বিস্ফোরক মন্তব্য করলেন গীতিকার জাভেদ আখতার
  • উর্দু অ্যাকাডেমির সাহিত্য উৎসব বাতিল বিতর্কে মন্তব্য

'২০২৬ বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ সরকার ইসলাম সংগঠনগুলির কাছে যেন মাথা নত করে ফেলেছে।' এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বলিউডের জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অধীনে থাকা পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি আয়োজিত একটি সাহিত্য উৎসব নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়। সাহিত্য উৎসবটিতে জাভেদ আখতারকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো নিয়ে আপত্তি তুলেছিল এ রাজ্যের বেশ কিছু ইসলাম সংগঠন। তার জেরে সাহিত্য উৎসবটিই বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি। এ প্রসঙ্গেই মমতা সরকারের কড়া সমালোচনা করলেন গীতিকার। 

জাভেদ আখতারকে সাহিত্য উৎসবের অতিথি করলে রাজ্যজুড়ে বিক্ষোভ করার হুঁশিয়ারিও দেয় একাধিক ইসলামিক সংগঠন। এরপরই সাহিত্য উৎসবের আয়োজন থেকে পিছিয়ি আসেছ পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি। 'উর্দু ইন হিন্দি সিনেমা' শীর্ষক ওই সাহিত্য উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৩১ অগাস্ট। চলত ৩ সেপ্টেম্বর পর্যন্ত। আলোচনা, কবিতা আবৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি গীতিকার, কবি জাভেদ আখতারের বিশেষ বক্তব্যও আকর্ষণের কারণ ছিল এই উৎসবের। মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। ১ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্টঠিত হতে চলা এই সাহিত্য উৎসবে 'মুশায়রা' নিয়ে বিশেষ ভাষণ দেওয়ার কথা ছিল জাভেদ আখতারের। 

কিন্তু এই আমন্ত্রণের বিষয়টি চাউর হতেই জামিয়াত উলেমা-ই-হিন্দ এবং ওহয়াহিন ফাউন্ডেশন বিরোধিতা করতে শুরু করে। জাভেদ আখতার এমন একজন মানুষ যিনি ভগবান এবং ধর্মের বিরুদ্ধে কথা বলেন, এহেন অভিযোগ তুলে সাহিত্য উৎসব বন্ধ করার জন্য সরব হয় এই দুই ইসলামিক সংগঠন। এই দুই গোঁড়া মুসলিম সংগঠনের দাবি, জাভেদ আখতারের মতো মানুষকে উর্দু উৎসবে আমন্ত্রণ জানানো সঠিক নয়। জামায়েত উলেমা-ই-হিন্দের হুঁশিয়ারি ছিল, উৎসব বন্ধ না হলে রাজ্যজুড়ে বিক্ষোভে সামিল হবেন তারা। ঠিক যেভাবে ২০০৭ সালে তসলিমা নাসরিনের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, সেভাবেই জাভেদ আখতারের বিরুদ্ধেও আন্দোলন চলবে বলে জানায় তারা। 

বিতর্ক তৈরি হতেই সাহিত্য উৎসব বাতিল করে দেয় পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমি। তাদের বক্তব্য যদিও, অনির্দিষ্ট কারণের জন্য এটি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। দ্য হিন্দুর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই উর্দু সাহিত্য উৎসব আয়োজন হলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করা হয়েছিল। সে কারণেই বাতিল করা হয় ইভেন্ট। জাভেদ আখতারের মুখে কালি ছেটানো কিংবা হিংসা তৈরির আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। 

Advertisement

জাভেদ আখতার প্রকাশ্যেই নিজেকে নাস্তিক বলে উল্লেখ করেন। তিনি ধর্মনিরপেক্ষ মানবতার পূজারি বলে নিজেকে দাবি করেন। তিনি নিজেকে 'সাংস্কৃতিক মুসলিম' বলে চিহ্নিত করেন। 

পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির সভাপতি সুজরত জইনাব বলেন, 'অনিবার্য কারণবশত সাহিত্য উৎসবের আয়োজন করা সম্ভব হচ্ছে না।'


 

 

Read more!
Advertisement
Advertisement