Advertisement

Jeet Adani To Marry Diva Jaimin Shah: আদানির ছেলের বিয়ের তারিখ ঘোষণা, পাত্রী হিরে-কুবেরের মেয়ে, দেখুন

জিৎ আদানি হিরে ব্যবসায়ীর মেয়ে দিভা জাইমিন শাহের সঙ্গে বাগদান সেরেছেন ২০২৩ সালের ১২ মার্চ। এবার তাঁদের বিয়ে হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। সম্প্রতি গৌতম আদানি মঙ্গলবার তাঁর স্ত্রীকে নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন।

গৌতম আদানির ছেলের বিয়েগৌতম আদানির ছেলের বিয়ে
Aajtak Bangla
  • মুম্বই,
  • 21 Jan 2025,
  • अपडेटेड 6:51 PM IST
  • দিভা জাইমিন শাহ কে?
  • নববধূ কত সম্পত্তির মালিক?
  • জিৎ আদানি কত ধনী?

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির ছোট ছেলে জিৎ আদানি আগামী ৭ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন। গৌতম আদানি নিজেই এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জিৎ আদানির বিয়ে হবে খুবই সাধারণ ও ট্র্যাডিশনালভাবে। এই বিয়েতে পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। গৌতম আদানির ছোট ছেলের সঙ্গে যাঁর বিয়ে হতে চলেছে, তাঁর নাম দিভা জাইমিন শাহ।

জিৎ আদানি হিরে ব্যবসায়ীর মেয়ে দিভা জাইমিন শাহের সঙ্গে বাগদান সেরেছেন ২০২৩ সালের ১২ মার্চ। এবার তাঁদের বিয়ে হতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। সম্প্রতি গৌতম আদানি মঙ্গলবার তাঁর স্ত্রীকে নিয়ে মহাকুম্ভে গিয়েছিলেন। এখানে তিনি সঙ্গমে পবিত্র স্নান করেছিলেন এবং প্রয়াগরাজের প্রয়াত হনুমান মন্দিরে প্রার্থনাও করেছিলেন এখানে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় তিনি তাঁর ছেলে জিৎ আদানির বিয়ের তারিখ সম্পর্কে তথ্য দিয়েছিলেন।

দিভা জাইমিন শাহ কে?

দিভা জাইমিন শাহ হিরে কোম্পানি সি দীনেশ অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের মালিক জাইমিন শাহের মেয়ে। জাইমিন শাহ সুরাটের হিরে বাজারের বড় ব্যবসায়ীদের একজন। বাগদান ও বিয়ের যাবতীয় প্রস্তুতি গোপন রাখা হয়েছিল, যা সম্পর্কে শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের বলা হয়েছিল। কিন্তু এবার প্রকাশ্যে বিয়ের তারিখ ঘোষণা করলেন গৌতম আদানি।

নববধূ কত সম্পত্তির মালিক?

লাইমলাইট থেকে দূরে থাকেন হিরে ব্যবসায়ীর মেয়ে দিভা জাইমিন শাহ। তাঁদের সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী,কয়েকশো কোটি টাকার মালিক ডিভা জাইমিন শাহও। এছাড়াও তিনি বিলাসবহুল জীবনযাপন করেন। দিভা তাঁর বাবাকে ব্যবসায় সাহায্য করেন। Diva C. দীনেশ অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড ডায়মন্ড কোম্পানি মুম্বই এবং সুরাটে অবস্থিত। কোম্পানিটি শুরু করেছিলেন চিনু দোশী, দিনেশ শাহ। প্রতিষ্ঠানটির পরিচালক জাইমিন শাহ।

জিৎ আদানি কত ধনী?

গৌতম আদানির ছোট ছেলে জিৎ আদানির মোট সম্পদের পরিমাণি বিশাল। জিৎ ২০১৯ সালে এই আদানি গ্রুপে যোগ দিয়েছিলেন। তিনি আদানি পোর্টস এবং আদানি ডিজিটাল ল্যাবের ব্যবসা দেখাশোনা করেন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে তার স্নাতক ডিগ্রি অর্জন করেন।

Advertisement

হলিউড থেকে আসছেন টেলর সুইফট?

আপনাদের জানিয়ে দেওয়া যাক, গৌতম আদানির ছেলে জিৎ আদানি বিয়ে করছেন গুজরাটের হীরা ব্যবসায়ী জাইমিন শাহের মেয়ে দিভা জাইমিন শাহকে। তাঁরা দুজনেই ২০২৩ সালের ১২ মার্চ বাগদান করেছিলেন এবং তাঁদের সম্পর্ক গোপন রেখেছিলেন। এখন খবর আসছে যে বিখ্যাত হলিউড গায়িকা টেলর সুইফট জিতের বিয়েতে পারফর্ম করবেন।

Read more!
Advertisement
Advertisement