Advertisement

করোনা আক্রান্তে শীর্ষে কেরল, মৃত্যুতে মহারাষ্ট্র, সুস্থতার হার ৯৭ শতাংশ

মহারাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। কেরলে দেশে মোট আক্রান্তের অর্ধেক। তা ছাড়া দেশে করোনা পরিস্থিতি মোটের উপর স্থিতিশীল। টিকাকরণ চলছে জোরকদমে।

করোনা টিকাকরণ চলছেকরোনা টিকাকরণ চলছে
Aajtak Bangla
  • দিল্লী,
  • 31 Jul 2021,
  • अपडेटेड 12:03 PM IST
  • করোনা আক্রান্তে শীর্ষে কেরল
  • করোনা মৃত্যুতে শীর্ষে মহারাষ্ট্র
  • সুস্থতার হার আশার আলো দেখাচ্ছে
  • টিকাকরণ জোর কদমে চলছে

করোনায় আক্রান্ত নিয়ে দুই রাজ্যে উদ্বেগ

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা মহারাষ্ট্রে আশঙ্কায় রাখছে। যদিও আগের চেয়ে কমেছে মৃত্যুর সংখ্যা। অন্য়দিকে কেরল গোটা দেশের অর্ধেক করোনা আক্রান্তের সংখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে।

৪০ হাজার আক্রান্ত

আরও পড়ুন

শেষ ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা নথিভুক্ত হয়েছে ৪০ হাজার ৬৪৯ জন। করোনা সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে ৬০০ জনের মৃত্যু হয়েছে।

কেরল, মহারাষ্ট্র শীর্ষে

শনিবার সকাল পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, কেরল করোনা আক্রমণে এখনও শীর্ষে অবস্থান করছে। তাদের আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৭৭২ জন এর পড়ে রয়েছে মহারাষ্ট্র। ৬ হাজার ৬১০ করোনা আক্রান্ত রয়েছে। সেখানে অন্ধ্রপ্রদেশে রয়েছে ২ হাজার ৬৮ জন। নতুন করোনা আক্রান্তে তামিলনাড়ুতে ১ হাজার ৯৪৭ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। পঞ্চম স্থানে থাকা কর্ণাটকে ১ হাজার ৮৯০ জন করোনা আক্রান্ত হয়েছে।

দেশের অর্ধেক আক্রান্ত কেরলে

গোটা দেশের মোট করোনা আক্রান্তের প্রায় ৮০ শতাংশ এই পাঁচটি রাজ্য থেকে পাওয়া গিয়েছে। যার মধ্যে কেরল একাই দেশের অর্ধেক করোনা আক্রান্ত উপহার দিয়েছে। করোনায় মৃত্যুর সংখ্যা শনিবার সকাল পর্যন্ত বেড়ে ৪ লক্ষ ২৩ হাজার ৮১০ জন। ৫৯৩ জন মারা গিয়েছেন শেষ ২৪ ঘন্টায়।

মহারাষ্ট্রে করোনা মৃত্যু বেশি

মহারাষ্ট্রে এখনও সবচেয়ে বেশি মৃত্যু ধরা পড়েছে। মহারাষ্ট্রের শেষ ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ২৩১ জন। কেরল রয়েছে দুই নম্বরে। ১১৬ জনের মৃত্যু হয়েছে শেষ ২৪ ঘন্টায়।

সুস্থতার হার প্রায় ৯৮ শতাংশ

মোট ৩৭ হাজার ২৯১ জন করোনা রোগী শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। ভারতে অবস্থিত সুস্থতার এই মুহূর্তে ৯৭.৩১ শতাংশ মোট রোগীর সংখ্যা ৩ কোটি ৭ লক্ষ ১ হাজার ২৬৩ জন। এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৯২০ জন।

টিকাকরণ চলছে

এখনও পর্যন্ত ৪৬ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ৪৭৯ জনের টিকাকরণ হয়ে গিয়েছে। শুক্রবার ৫২ লক্ষ ৯৯ হাজার ৩৬ জন করোনার টিকা নিয়েছেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement