Advertisement

Kolkata Theft: কলকাতায় বাসে ফোন ছিনতাই, ১৫ মিনিট বাদেই UPI থেকে উধাও ৪২,০০০ টাকা

ফোন তো চুরি গেলই। তার উপর চুরি যাওয়া ফোনের UPI অ্যাপ দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লুট ৪২,০০০ টাকা। সম্প্রতি এমনই এক দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হলেন কেষ্টপুরের এক বাসিন্দা। অন্য দিনের মতোই রাতে বাসে করে বাড়ি ফিরছিলেন। জানলার ধারে বসে ফোন ঘাঁটছিলেন। এমন সময়েই আচমকা বাসের জানলা দিয়ে হাত বাড়িয়ে তাঁর ফোন ছিনিয়ে নেয় চোর।

চুরি যাওয়া ফোনের UPI অ্যাপ দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লুট ৪২,০০০ টাকা। চুরি যাওয়া ফোনের UPI অ্যাপ দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লুট ৪২,০০০ টাকা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2023,
  • अपडेटेड 12:35 PM IST
  • ফোন তো চুরি গেলই। তার উপর চুরি যাওয়া ফোনের UPI অ্যাপ দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লুট ৪২,০০০ টাকা।
  • শঙ্করের কথায়, 'আমি বাসের জানালার পাশে বসে আমার ফোনে একটি মেসেজ টাইপ করছিলাম। রাস্তায় লোকটা দাঁড়িয়ে ছিল। হঠাৎ জানলা দিয়ে হাত বাড়িয়ে ফোন ছিনিয়ে নেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায়।'
  • কিন্তু তখনই যে টাকা তুলে নেওয়া হচ্ছে, তা বুঝতেও পারেননি শঙ্কর। বাড়ি ফিরে পরে অন্য ফোন এবং সিম কার্ড নেওয়ার পরেই এই বিষয়টি জানতে পারেন।

ফোন তো চুরি গেলই। তার উপর চুরি যাওয়া ফোনের UPI অ্যাপ দিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লুট ৪২,০০০ টাকা। সম্প্রতি এমনই এক দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হলেন কেষ্টপুরের এক বাসিন্দা। 

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, ভুক্তভোগীর নাম শঙ্কর ঘোষ। বেহালায় তাঁর অফিস। মাঝে-মাঝেই তাঁর বাড়ি ফিরতে রাত হয়। অন্য দিনের মতোই রাতে বাসে করে বাড়ি ফিরছিলেন। জানলার ধারে বসে ফোন ঘাঁটছিলেন। এমন সময়েই আচমকা বাসের জানলা দিয়ে হাত বাড়িয়ে তাঁর ফোন ছিনিয়ে নেয় চোর। 

শঙ্করের কথায়, 'আমি বাসের জানালার পাশে বসে আমার ফোনে একটি মেসেজ টাইপ করছিলাম। রাস্তায় লোকটা দাঁড়িয়ে ছিল। হঠাৎ জানলা দিয়ে হাত বাড়িয়ে ফোন ছিনিয়ে নেয়। আমি কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে যায়।'

আরও পড়ুন

কিন্তু তখনই যে টাকা তুলে নেওয়া হচ্ছে, তা বুঝতেও পারেননি শঙ্কর। বাড়ি ফিরে পরে অন্য ফোন এবং সিম কার্ড নেওয়ার পরেই এই বিষয়টি জানতে পারেন। দেখেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৪২,০০০ টাকা ডেবিটেড। আর সেই টাকা তোলা হয়েছে ফোন চুরি যাওয়ার মিনিট ১৫-র মধ্যেই। 

পুলিশের কাছে একসঙ্গে দু'টি অভিযোগ দায়ের করেন শঙ্কর। একটি হল ফোন হারানোর জন্য। অপরটি UPI-এর মাধ্যমে টাকা তুলে নেওয়ার বিষয়ে। 

কিন্তু UPI অ্যাপে তো পাসওয়ার্ড থাকে? শঙ্করের ধারণা, কোনওভাবে ফোন চুরির সঙ্গে সঙ্গে সেটি হ্যাক করা হয়েছিল। আর তার মাধ্যমেই অ্যাপে ঢুকে দ্রুত টাকা সরিয়ে ফেলা হয়। 

এই বিষয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষও তদন্ত শুরু করেছে। ব্যাঙ্ক আধিকারিকরা বলছেন, কেউ সঠিক পিন কোড বসিয়েই টাকা তুলে নিয়েছে। 

পুজো আসছে। আর তার আগে শহর ও শহরতলীতে ক্রমেই ফোন ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। তবে শুধু ফোন চুরিই নয়। ফোনে সঞ্চিত ব্যক্তিগত ডেটা চুরির দিকেও আগ্রহ বাড়ছে চোরদের। গোয়েন্দা কর্তারা বলছেন, এখন ছিঁচকে পকেটমাররাও হ্যাকিং, সাইবার ক্রাইমের জগতে প্রবেশ করছে। 

Advertisement

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে, ফোন ছিনতাইয়ের ঘটনায় জড়িত অপরাধীদের সনাক্ত করতে পুলিশ ওই রাস্তা ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে।

UPI ব্যবহারকারীরা জেনে রাখুন:

  • UPI-এর সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশি টাকা রাখবেন না।
     
  • অবশ্যই ফোনে পাসওয়ার্ড লক রাখুন। 
     
  • ফোন হারিয়ে গেলে বা চুরি হলে অবশ্যই আগে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লক করান। এর জন্য় ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন।
     
  • অচেনা-অজানা সাইটে অনলাইন পেমেন্টের বিষয়ে সাবধানে থাকুন। 

Read more!
Advertisement
Advertisement