বিষমদে মৃত্যুর ঘটনা নিয়ে বিহার (Bihar) উত্তাল। ঠিক সেই সময়েই জনতা দল ইউনাইটেড (JDU leader)-এর এক নেতার বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মদ। বিহারে (মদ (liquor) নিষিদ্ধ। কিছুদিন আগেই সেই রাজ্যে বিষমদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। যা নিয়ে এখনও উত্তেজনা রয়েছে। এই পরিস্থিতির মধ্যেই এবার সেখানে এক জেডিইউ নেতার বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিদেশি মদ।
জানা গেছে, ওই নেতার নাম কামেশ্বর সিংহ। পুলিশ সূত্রে খবর, বিহারের ছাপরা এলাকায় তাঁর একটি বাড়ি রয়েছে। সেখান থেকেই এই মদ উদ্ধার হয়েছে। সরোজ মাহাত নামে এক ব্যক্তি ওই বাড়িতে সস্ত্রীক ভাড়া থাকতেন। ওই দু’জনকেই গ্রেফতার করেছে ছাপরা থানার পুলিশ।
তবে নিজের বাড়ি থেকে মদ উদ্ধারের ঘটনা নিয়ে জেডিইউ নেতা কামেশ্বরের দাবি, তিনি কিছু জানেনই না। ৩২ বছর আগেই ওই বাড়িটি তিনি ছেড়ে দিয়েছেন। কামেশ্বর বলেছেন, 'আমার মনে হয় পুলিশের তদন্ত করে দেখা উচিত, কারা বাড়ির মধ্যে এত মদ রেখেছিল। সরকারের নামে বদনাম রটানোর জন্যই কেউ বা কারা ষড়যন্ত্র করে এই কাজটি করেছে।'
উল্লেখ্য, দিনকয়েক আগেই বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব দাবি করেছিলেন যে, বিজেপি নেতা বিজয় সিনহার এক আত্মীয়ের বাড়ি থেকে ১০৮ কার্টন মদ উদ্ধার করা হয়েছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বীর ওই দাবির পর ফের মদ উদ্ধার হল তাঁদেরই জোটের নেতার বাড়ি থেকে।
সম্প্রতি বিহারে বিষ মদ খেয়ে ৭০ জনেরও বেশি মানুষ মারা গেছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বিতর্কিতভাবে মদ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত বজায় রেখেছেন। এবং জানিয়েছেন, কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না। তবে এখনও ওই বিষাক্ত মদ কোথা থেকে এসেছে, তা খুঁজে বের করতে পারেনি।
আরও পড়ুন- Manipur Accident: মর্মান্তিক পথ দুর্ঘটনা মণিপুরে, কমপক্ষে ১৫ পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা!