Advertisement

Mallikarjun Kharge: 'কুম্ভে স্নানের প্রতিযোগিতা চলছে, গরিবি হঠে যাবে তো?' অমিত-রাজনাথ-যোগীদের কটাক্ষ খাড়গের

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সম্প্রতি বিজেপি নেতাদের মহাকুম্ভ স্নান নিয়ে কটাক্ষ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, 'গঙ্গায় ডুব দিলেই কি দারিদ্র্যের অবসান হবে?' খাড়গে আরও বলেন, 'বিজেপি নেতাদের মধ্যে গঙ্গায় ডুব দেওয়ার প্রতিযোগিতা চলছে। গঙ্গায় ডুব দিয়ে দারিদ্র্য দূর হবে না। আমি কারও বিশ্বাসে আঘাত করতে চাই না।'

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 27 Jan 2025,
  • अपडेटेड 6:10 PM IST
  • কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সম্প্রতি বিজেপি নেতাদের মহাকুম্ভ স্নান নিয়ে কটাক্ষ করেছেন।
  • তিনি প্রশ্ন তুলেছেন, 'গঙ্গায় ডুব দিলেই কি দারিদ্র্যের অবসান হবে?' খাড়গে আরও বলেন, 'বিজেপি নেতাদের মধ্যে গঙ্গায় ডুব দেওয়ার প্রতিযোগিতা চলছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সম্প্রতি বিজেপি নেতাদের মহাকুম্ভ স্নান নিয়ে কটাক্ষ করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, 'গঙ্গায় ডুব দিলেই কি দারিদ্র্যের অবসান হবে?' খাড়গে আরও বলেন, 'বিজেপি নেতাদের মধ্যে গঙ্গায় ডুব দেওয়ার প্রতিযোগিতা চলছে। গঙ্গায় ডুব দিয়ে দারিদ্র্য দূর হবে না। আমি কারও বিশ্বাসে আঘাত করতে চাই না।'

তিনি আরও অভিযোগ করেন যে, 'আরএসএস-বিজেপি বিশ্বাসঘাতক। দারিদ্র ও বেকারত্ব থেকে মুক্তি চাইলে সংবিধান রক্ষা করুন।' বিজেপি নেতাদের মহাকুম্ভ স্নান নিয়ে খাড়গের এই মন্তব্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বিজেপি নেতারা এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। বিজেপি সাংসদ সম্বিত পাত্র বলেন, 'তিনি কি অন্য কোনো ধর্মের ব্যাপারে এটা বলতে পারেন? সনাতন ধর্মের বিরুদ্ধে এ ধরনের কথা ও বক্তব্য নিন্দনীয়।'

খাড়গের এই মন্তব্যের পর রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিজেপি নেতারা কংগ্রেস সভাপতির এই মন্তব্যের নিন্দা করেছেন এবং দাবি করেছেন যে এটি সনাতন ধর্মের প্রতি অসম্মানজনক। উল্লেখ্য প্রয়াগরাজে মহাকুম্ভে কয়েকদিন ধরেই গঙ্গায় ডুব দিতে আসছেন বহু হেভিওয়েট রাজনীতিক। যারমধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার ডুব দেন মহাকুম্ভে। 

 

Read more!
Advertisement
Advertisement