Advertisement

Mamata Banerjee on PF Interest Rate Slashed : 'গিফট কার্ড দিল BJP', PF-র সুদ কমানোর কটাক্ষ মমতার

ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'ইউপিতে জয়ের পর দ্রুত গিফড কার্ড নিয়ে এসেছে বিজেপি সরকার। এপিএফ-এর ওপর সুদ গত ৪ বছরের মধ্যে সবচেয়ে নিচে নামিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রস্তাব বিজেপির আসল চেহেরা সামনে নিয়ে এসেছে। এই প্রস্তাব এমন সময়ে এসেছে যখন করোনা মহামারির কারণে দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত কর্মচারীরা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন।'

মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 13 Mar 2022,
  • अपडेटेड 3:47 PM IST
  • পিএফ-এর সুদ হ্রাসে কেন্দ্রের সমালোচনা
  • ট্যুইটে সমালোচনা মমতার
  • বিরোধীদের একজোট হওয়ার আহ্বান

কেন্দ্রের ইপিএফ-এর সুদ কমিয়ে ৮.১% করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তকে জনবিরোধী ও শ্রমিকবিরোধী বলে আখ্যা দিয়েছেন। 

ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'ইউপিতে জয়ের পর দ্রুত গিফড কার্ড নিয়ে এসেছে বিজেপি সরকার। এপিএফ-এর ওপর সুদ গত ৪ বছরের মধ্যে সবচেয়ে নিচে নামিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রস্তাব বিজেপির আসল চেহেরা সামনে নিয়ে এসেছে। এই প্রস্তাব এমন সময়ে এসেছে যখন করোনা মহামারির কারণে দেশের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত কর্মচারীরা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন।'

'সরকার শ্রমীক বিরোধী'
মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে বিজেপিকে জনবিরোধী ও শ্রমিক বিরোধী বলেও কটাক্ষ করেছেন। তিনি লেখেন, 'এই পদক্ষেপ শ্রমিক ও জনবিরোধী। এটি কেন্দ্রীয় সরকারের নিষ্ঠুর ও একতরফা জননীতিকেও উন্মোচিত করছে, যা কৃষক, শ্রমিক ও মধ্যবিত্তকে উপেক্ষা করে শিল্পপতিদের স্বার্থ রক্ষা করে। সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ হয়ে এই কালা আইনের বিরোধিতা করতে হবে।'

কেন্দ্রের সিদ্ধান্তটা আসলে কী?
কেন্দ্রীয় সরকার জানিয়েছে EPFO ২০২১-২২ অর্থবর্থে সুদের হার ৮.৫%  থেকে কমিয়ে ৮.১%  করেছে। গুয়াহাটিতে চলা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের বৈঠকে ২০২১-২২ অর্থবর্ষে সুদ কমানোর সিদ্ধান্ত হয়েছে। সুদের হার  ৮.৫০%  থেকে কমিয়ে ৮.১০% করা হয়েছে। তবে এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছেন সাবসক্রাইবাররা।  

আরও পড়ুনপরীক্ষার্থীদের দাবি মেনে রিভাইসড রেজাল্ট জারি করবে রেল, দেখুন নোটিশ

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement