Advertisement

ভারতে ১৭.৫ বিলিয়ন ডলারের AI ইনভেস্টমেন্ট, মোদী-সাক্ষাতের পরই বড় ঘোষণা মাইক্রোসফটের

দেশে এআই বিবর্তনের এক নয়া যুগ শুরু হতে চলেছে। কারণ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর ভারতে বড় বিনিয়োগের ঘোষণা করলেন মাইক্রোসফটের CEO সত্য নাদেলা।

সত্য নাদেলা ও নরেন্দ্র মোদীসত্য নাদেলা ও নরেন্দ্র মোদী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Dec 2025,
  • अपडेटेड 9:34 PM IST
  • দেশে এআই বিবর্তনের এক নয়া যুগ শুরু হতে চলেছে।
  • মোদীর সঙ্গে দেখা করার পর ভারতে বড় বিনিয়োগের ঘোষণা করলেন মাইক্রোসফটের CEO
  • এটি এখন পর্যন্ত এশিয়ায় মাইক্রোসফটের বৃহত্তম বিনিয়োগ।

বিশ্বজুড়ে ঝড়ের গতিতে বিবর্তন হচ্ছে AI-এর। যুগের সঙ্গে তাল মেলাতে ভারতও হাঁটছে সেই পথে। এবার দেশে এআই বিবর্তনের এক নয়া যুগ শুরু হতে চলেছে। কারণ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর ভারতে বড় বিনিয়োগের ঘোষণা করলেন মাইক্রোসফটের CEO সত্য নাদেলা। তিনি জানান, মাইক্রোসফট এদেশে ১৭.৫ বিলিয়ন ডলার বা ১.৫৭ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে। বিশেষজ্ঞরা বলছেন, এটি এখন পর্যন্ত এশিয়ায় মাইক্রোসফটের বৃহত্তম বিনিয়োগ।

কোম্পানির CEO জানিয়েছেন, এই বিনিয়োগ ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় কাঠামো তৈরিতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাতের পর সত্য নাদেলা এক্স-এ এই গুরুত্বপূর্ণ বিনিয়োগের ঘোষণা করেন।

 এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের AI সুযোগ সম্পর্কে আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। AI ইস্যুতে ভারতের উন্নতির লক্ষ্যে মাইক্রোসফ্ট এদেশে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে। যা এশিয়ায় আমাদের সর্বকালের বৃহত্তম বিনিয়োগ।"

ভারতে AI বাজারকে আরও উন্নত করবে মাইক্রোসফট

টেক জায়ান্টের তরফে বলা হয়েছে, এই বিনিয়োগের লক্ষ্য হল এদেশে AI-এর গতিকে আরও দ্রুত করে তোলা। যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত হওয়ার স্বপ্ন অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইক্রোসফটের তরফে ঘোষণা করা হয়েছে, কোম্পানিটি আগামী পাঁচ বছরে ১ কোটি মানুষকে এআই দক্ষতায় প্রশিক্ষণ দিতে চলেছে। যা দেশের AI ভবিষ্যৎকে আরও সুরক্ষিত করবে।

উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারিতেই ভারত সফরের সময় মাইক্রোসফটের CEO সত্য নাদেলা জানিয়েছিলেন, আগামী ২ বছরে মাইক্রোসফট ভারতে ক্লাউড, এআই পরিকাঠামো এবং এআই স্কিল বৃদ্ধি করতে ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। কিন্তু এবার  ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা করল মাইক্রোসফট।

Read more!
Advertisement
Advertisement