Advertisement

Narendra Modi: মোদীর মাকে নিয়ে AI ভিডিও বানাল কংগ্রেস, কী রয়েছে তাতে? ভোটমুখী বিহারে ফের বিতর্ক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাকে নিয়ে এবার AI ভিডিও তৈরি করল কংগ্রেস। ৩৬ সেকেন্ডের ওই ভিডিওটি বিতর্ক তৈরি করেছে। ফুঁসে উঠেছে BJP। কংগ্রেসের দাবি, এই ভিডিওতে কাউকে অসম্মান করা হয়নি।

কংগ্রেসের পোস্ট করা AI ভিডিওর অংশ কংগ্রেসের পোস্ট করা AI ভিডিওর অংশ
Aajtak Bangla
  • রাঁচি ,
  • 12 Sep 2025,
  • अपडेटेड 3:02 PM IST
  • নরেন্দ্র মোদীর মাকে নিয়ে AI ভিডিও
  • ৩৬ সেকেন্ডের সেই ভিডিওতে কী রয়েছে?
  • রাজনৈতিক তরজা শুরু বিহারে

গালিগালাজের পর এবার বিহার কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের একটি AI ভিডিও। ৩৬ সেকেন্ডের সেই ভিডিওটি ইতিমধ্যেই হু হু করে শেয়ার হচ্ছে নেটপাড়ায়। বিহার নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর মা হীরাবেনকে নিয়ে এহেন মস্করা মোটে ভাল চোখে নিচ্ছে না BJP। বিষয়টিকে ব্যক্তি আক্রমণ বলে সরব হয়েছে গেরুয়া শিবির। কংগ্রেসের যদিও বক্তব্য, ওই ভিডিওতে কাউকে অসম্মান করা হয়নি। 

কী রয়েছে ওই AI ভিডিওতে?
কংগ্রেসের ওই AI ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়েছে, 'সাহেবের স্বপে এলেন মা'। ভোট চুরি করে নিশ্চিন্তে ঘুমোতে যাচ্ছেন নরেন্দ্র মোদী আর তাঁর স্বপ্নে এসে মা হীরাবেন বলছেন, 'তুই আমার নাম ব্যবহার করে ভোটে রাজনীতি করছিস।' এরপরই দেখা গিয়েছে ধরমর করে উঠে বসছেন প্রধানমন্ত্রী। এই ভিডিও বিহারে ভোটের আগে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। যারা পোস্ট করেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবং ক্ষমাপ্রার্থনা দাবি করেছে BJP। পরিকল্পতি অসম্মান এবং ভোটের আগে আবেগ নিয়ে ছেলেখেলা করছে কংগ্রেস, এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের। 

ফুঁসছে BJP

ভিডিওর তীব্র সমালোচনা করেছেন BJP-র সাংসদ রাধামোহন দাস আগরওয়াল। তিনি বলেন, 'পারিবারিক জীবন থেকে সর্বদাই রাজনীতিকে আলাদা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে মোদীজির মাকে গালিগালাজ করেছে কংগ্রেস। এবার ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে দেশবাসীকে বিভ্রান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে এরা। এটা দেশের সকল মায়েদের অসম্মান।' নির্বাচন কমিশনেও এই বিষয়টি নিয়ে নালিশ করা হবে বলে জানিয়েছেন BJP সাংসদ। 

BJP মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা এক্স হ্যান্ডলে নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছে ওরা। মিথ্যা অজুহাত দিয়ে অভিযুক্তকে সমর্থন করেছে ওরা। এই দলটা এখন গান্ধীবাদী নয়, গালিবাদী হয়ে গিয়েছে।' ভিডিওটিকে তিনি 'বিরক্তিকর' এবং 'লজ্জাজনক' বলে উল্লেখ করেছেন।

কংগ্রেসের প্রতিক্রিয়া

বরিষ্ঠ কংগ্রেস নেতা পবন খেরার সাফাই, 'নরেন্দ্র মোদীর স্বর্গীয় মাকে কোথাও অসম্মানিত করা হয়নি। একটা কথা, একটা আচরণ দেখান যেখানে অসম্মান চোখে পড়ছে। বাবা-মায়ের দায়িত্ব ছেলেমেয়েদের শিক্ষা দেওয়া। মায়েরা কেবলমাত্র শিক্ষা দেন কিন্তু যদি সন্তান তাঁর প্রতি শ্রদ্ধাশীল হয় তবে সে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়।' তাঁর সংযোজন, 'আমাকে ছোঁবেন না। রাজনীতিতে থাকলে এমনটা চলবে না। কটাক্ষও সহ্য করতে হবে তাঁকে। এই ভিডিওতে কটাক্ষও করা হয়নি, বরং পরামর্শ দেওয়া হয়েছে।'

Advertisement

তবে এই প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা তাঁর মাকে রাজনীতিতে টেনে আনা হল। গত ২৭ অগাস্ট বিহারের দ্বারভাঙাতে 'ভোটার অধিকার যাত্রা' থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর স্বর্গীয় মায়ের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করার একটি ভিডিও ভাইরাল হয়। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.

সেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই ঘটনাকে 'অকল্পনীয়' এবং 'ভারতের সমস্ত মা-বোনেদের অসম্মান' বলে অভিযোগ করেন। বারবার বলেন, 'রাজনীতির সঙ্গে আমার মায়ের কোনও সম্পর্ক নেই।' NDA-র মহিলা উইংয়ের পক্ষ থেকে ৫ ঘণ্টার বনধ ডাকা হয়েছিল দ্বারভাঙাতে। তাদের অভিযোগ, সমস্ত মায়েদের অসম্মান করা হয়েছে। কংগ্রেস এবং RJD-র যদিও অভিযোগ, এটি বহিরাগত কেউ ঘটিয়েছে। 

 

Read more!
Advertisement
Advertisement